বিশ্বজমিন

চীনের ওপর নতুন করে শুল্ক বসানোর হুমকি দিয়েছেন ডনাল্ড ট্রাম্প

মানবজমিন ডেস্ক

২০ জুন ২০১৮, বুধবার, ৯:১৫ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের একটি ঘোষণায় চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ আরো তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমনিতেই কিছুদিন যাবৎ বিশ্বের এক নম্বর ও দুই নম্বর অর্থনীতির এই দুই দেশের মধ্যে বাণিজ্যযুদ্ধ চলছে। এর পরিণতি কোনদিকে যেতে পারে তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ গভীর থেকে গভীরতর হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প চীনের উপর নতুন করে আরো বিশ হাজার কোটি ডলারের আমদানি শুল্ক বসানোর হুমকি দিয়েছেন। এ বিষয়ে সোমবার রাতে বিবৃতি  দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন, যদি চীন নিজেদের অবস্থান পরিবর্তন না করে তাহলে ১০ শতাংশ শুল্ক বসানো হবে। এ খবর দিয়েছে বিবিসি। ট্রাম্প আগে থেকে বলে আসছেন, চীনের কাছে বাজার খুলে দিয়ে আমেরিকার ক্ষতি হয়েছে। তিনি এক হিসাব দিয়ে বলেছেন যে, ২০১৭ সালে আমেরিকার বাণিজ্য ঘাটতি ছিল ৮০০ বিলিয়ন বা আশি হাজার কোটি ডলার। বিবিসি লিখেছে, আর এই ঘাটতির প্রধান কারণ চীনের সঙ্গে বাণিজ্যে ক্রমবর্ধমান ভারসাম্যহীনতা। চীন দুই দেশের মধ্যকার বাণিজ্য ঘাটতির সুযোগে ‘অন্যায্য’ ভাবে সুবিধা নিচ্ছে বলে ট্রাম্পের দাবি। গত সপ্তাহে তিনি ঘোষণা দিয়েছেন, চীন থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পাঁচ হাজার কোটি ডলারের পণ্যের ওপর ২৫ শতাংশ হারে আমদানি শুল্ক আরোপ করা হবে। জবাবে চীন জানিয়েছিল, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সমপরিমাণ পণ্যের ওপর তারাও শুল্ক আরোপ করবে। এসব পণ্যের মধ্যে রয়েছে কৃষি পণ্য, গাড়ি এবং সামুদ্রিক পণ্য। ট্রাম্প সেই হুমকির জবাবে বলেছিলেন, মার্কিন কোম্পানি, শ্রমিক এবং কৃষকদের ওপর ‘বদলা’ নিতে চাইছে চীন, যারা কোনো দোষ করে নি। সর্বশেষ তিনি পাল্টা হুমকি দিয়ে বললেন, বেইজিং যদি মার্কিন পণ্যে শুল্ক বসানোর সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে যুক্তরাষ্ট্র আরো শুল্ক বসাবে। জুলাই মাস থেকে নতুন শুল্ক আরোপ হতে যাচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status