বাংলারজমিন

ওসমানীনগরে বন্যার অবনতি

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

২০ জুন ২০১৮, বুধবার, ৮:২০ পূর্বাহ্ন

অব্যাহত বৃষ্টি পাহাড়ি ঢল ও কুশিয়ারা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে অতিক্রম করায় সিলেটের ওসমানীনগর উপজেলার কুশিয়ারা ডাইক দুটি স্থান ভেঙে ও একাধিক স্থান দিয়ে পানি উপচে প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। যার কারণে নদী তীরবর্তী গ্রাম গুলো বেশ কয়েকদিন ধরে বন্যাকবলিত অবস্থায় রয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এলাকার জনপ্রতিনিধিরা জানিয়েছেন বর্তমান বন্যা পরিস্থিতি গত বছরের বন্যার  রূপ ধারণ করেছে। যার কারণে জন দুর্ভোগ বৃদ্ধি পেয়েছে। এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়,  বন্যায় তলিয়ে গেছে  বীজ তলা, ফসলি জমি, ঘরবাড়ি, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান। বন্যার কারণে চরম দুর্ভোগে রয়েছে উপজেলার কয়েক সহস্রাধিক মানুষ। ইতিমধ্যে অধিকাংশ বীজ তলা তলিয়ে গেছে। জমিগুলোতে বন্যার জল থাকায়  কৃষকরা জমিতে ফসল রোপণ করতে পারছেন না। বর্তমান পরিস্থিতিতে ফসল হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন কৃষক ও জনপ্রতিনিধিরা। বর্তমানে পানিবন্দি অবস্থায় থেকে চরম দুর্ভোগে রয়েছেন সাদীপুর, পশ্চিম পৈলনপুর, উমরপুর ও গোয়ালাবাজার ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক গ্রামের মানুষ। এসব এলাকার অধিকাংশ বাড়িঘর, রাস্তা ঘাট পানিতে তলিয়ে গেছে। সুরিকোনা গ্রামের বাসিন্দা সুয়েব আহমদ জানান, কুশিয়ারা ডাইক ভেঙে আমাদের গ্রাম সহ এ অঞ্চলের সব ক’টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সাদীপুর ইউনিয়নের চেয়ারম্যান হাজী আবদুর রব জানান, প্রায়  ২০টি গ্রাম বন্যাকবলিত। এসব গ্রামের মানুষ চরম দুর্ভোগে রয়েছে। প্লাবিত এলাকার সব ক’টি রাস্তা পানিতে তলিয়ে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এলাকার মানুষ পানিবন্দি রয়েছেন। গোয়ালাবাজার  ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিক  বলেন, আমার ইউনিয়নের ফসলী জমি ও বীজতলা পানির নিচে। বন্যার কারণে কয়েক হাজার মানুষ  পানিবন্দি রয়েছে। উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরীয়া জানান, আমার ইউনিয়নের অন্তত ১০টি গ্রাম বন্যাকবলিত। ওসমানীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া বলেন, ওসমানীনগর উপজেলার  বিভিন্ন গ্রাম বন্যাকবলিত হয়ে পড়েছে। দলমত নির্বিশেষে সবাই বন্যাকবলিত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান। সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেন, ডাইকের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত মানুষদের অনুদান প্রদান করা হচ্ছে। ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বলেন, বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্তদের  মধ্যে ত্রাণ কার্যত্রুম অব্যাহত আছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status