বিনোদন

যেমন চলছে ঈদের ছবি

কামরুজ্জামান মিলু

২০ জুন ২০১৮, বুধবার, ৭:৩৮ পূর্বাহ্ন

কমলা রকেট

ঈদ মানেই নতুন ছবি। আর নতুন ছবি মানেই সিনেমা হলে তা দেখার জন্য দর্শকদের আগ্রহ ও কৌতূহল। এবার ঈদের প্রথম চারদিনে মুক্তিপ্রাপ্ত ছবিগুলো দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঈদের নামাজ পড়ার পর বন্ধুদের নিয়ে সিনেমা হলে গিয়ে ছবি দেখার সিদ্ধান্ত নেন সিনেমাপ্রেমী দর্শক সবুজ। ঈদে যে পাঁচটি ছবি মুক্তি পেয়েছে তার সব দেখবেন বলে ঠিক করেন। রাজধানীর শ্যামলী সিনেমা হলে কথা হলো তার সঙ্গে। সেখানে তিনি ‘পোড়ামন টু’ ছবি দেখতে গিয়েছেন। ছবি দেখে বের হবার সময় মানবজমিনকে বলেন, আমি সারাদিনে চারটি ছবি দেখতে চেয়েছিলাম। এরমধ্যে ‘সুপার হিরো’ ছবিটি আগের শোতে দেখেছি। ভালো লাগলো। এরপর ‘পোড়ামন টু’ ছবিটি দেখার পর আমি অনেকক্ষণ চুপ ছিলাম। এমন গল্পের ছবি অনেকদিন পর দেখলাম। সিয়াম, পূজাসহ ছবির প্রত্যেকের অভিনয় আমার কাছে খুব ভালো লেগেছে। আজ আর অন্য ছবি দেখব না। এ ছবিটি আমরা বন্ধুরা আবার দেখার সিদ্ধান্ত নিয়েছি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়া এই যুবকের কথা শোনার পর কথা হলো আরো ক’জন দর্শকের সঙ্গে। তারাও ‘পোড়ামন টু’ ছবিটির প্রশংসা করেন। শ্যামলী সিনেমা হলের হাউজ ম্যানেজার আহসান উল্লাহ বলেন, ছবিটি ঈদের দিন থেকে হাউজফুল যাচ্ছে। সবাই বেশ পছন্দ করছে। ছবির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, আমরা ছবিটি মুক্তির পর থেকে বেশ সাড়া পাচ্ছি। গাজীপুর, ঢাকাসহ সারা দেশে ছবিটি অনেক ভালো চলছে। আমরা ক’দিন পর আরো কিছু সিনেমা হলে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা করছি। এদিকে রাজধানীর মধুমিতা সিনেমা হলে ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ছবি ‘সুপার হিরো’। এ সিনেমা হলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, খুব ভালো যাচ্ছে ছবিটি। ম্যাটিনি এবং ইভেনিং শো হাউজফুল গেছে প্রথম চারদিন। আমরা ছবিটি নিয়ে আশাবাদী। শাকিবভক্ত এক দর্শকের নাম সাগর। শাকিব অভিনীত এবারের ঈদে মুক্তি পাওয়া ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘পাঙ্কু জামাই’ নামের তিনটি ছবি এবং ‘পোড়ামন টু’ ছবিটি দেখেছেন তিনি। তিনি বলেন, শাকিবের ছবি সবসময়ই ভালো লাগে। এবার ‘সুপার হিরো’ এবং ‘পাঙ্কু জামাই’ ছবি দুটি বেশি ভালো লেগেছে। আর ‘পোড়ামন টু’ দেখার পর কান্না করেছি। এ ছবির গল্পটি খুব টাচি। ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স এবার ঈদে মুক্তি দিয়েছে রায়হান রাফী পরিচালিত ‘পোড়ামন টু’ ও নুর ইমরান মিঠুর ‘কমলা রকেট’। সিনেমা হল সূত্রে জানা গেছে, দুটি ছবিই পছন্দ করছে দর্শকরা। বিশেষ করে তিনদিনের টিকিট আগেই অনলাইনে বুক করেছেন সিনেমাপ্রেমী দর্শকরা। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন বলেন, ভেবেছিলাম বিশ্বকাপ ফুটবল খেলার জন্য ঈদের সিনেমায় দর্শক কম হবে। তবে ধারণাটা ভুল। খোঁজ নিয়ে জানতে পেরেছি, শাকিবের ছবিগুলো যেমন চলছে ঠিক তেমনি ‘পোড়ামন টু’ ছবিটি কম হলে মুক্তি পেলেও হল রিপোর্ট খুব ভালো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status