বিনোদন

ছোট পর্দায় পঞ্চম দিনের ঈদ আয়োজন

বিনোদন ডেস্ক

২০ জুন ২০১৮, বুধবার, ৭:৩৬ পূর্বাহ্ন

বাংলাভিশনে ‘ফেয়ার প্লে’

এটিএন বাংলায় ‘হিরণের বিয়ে’
এটিএন বাংলায় আজ রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘হিরণের বিয়ে’। আমিরুল ইসলাম অরুণের রচনা ও পরিচালনায় এ টেলিফিল্মে অভিনয় করেছেন আবুল হায়াত, মীর সাব্বির, জিনিয়া খন্দকার, শেলী আহসান, শুলশান আরা পপি, মেহেদী হাসান পিয়াল প্রমুখ। টেলিফিল্মটির গল্পে দেখা যাবে, হিরণ ও মালিহা গোপনে বিয়ে করেছিল। মালিহার বাবা জয়েনুদ্দিন এই বিয়ে মেনে নিতে না পেরে অনিচ্ছা সত্ত্বেও আবার ওদের বিয়ের ব্যবস্থা করে। দ্বিতীয়বার তাদের বিয়ে হয় এবং বাসর হয় মালিহার বাসায়। বাসর ঘর থেকেই শুরু হয় নাটকীয়তা। জয়েনুদ্দিনের ইচ্ছা ছিল মালিহার বিয়ে দিয়ে ঘর জামাই রাখবে। কিন্তু হিরনের পাগলামীতে সবাই অতিষ্ঠ হয়ে পড়ে। ঘটতে থাকে অভিনব সব ঘটনা। জয়েনুদ্দিনের অন্যান্য মেয়ে, জামাই ও অন্য আত্মীয়রা বেড়াতে আসে। হিরণের আচরণে সবার মধ্যেই এক ধরনের রাগ ও চাপা উত্তেজনা কাজ করে। শ্বশুরকে দেখলেই অভিনব কায়দায় সালাম দেয় হিরণ। এই নিয়ে অস্থির হয়ে যায়, পালিয়ে বেড়ায়। শেষ পর্যন্ত হিরণকে বাগে আনা যায়।
চ্যানেল আইতে ‘খাঁচা’
ইমপ্রেস টেলিফিল্ম এবার নির্মাণ করেছে বৃটিশ শাসনামলের গল্প নিয়ে সরকারি অনুদানের ছবি ‘খাঁচা’। ছবিটি পরিচালনা করেছেন আকরাম খান। এ ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান, চাঁদনী, আজাদ আবুল কালাম, আরমান পারভেজ মুরাদ, কায়েস চৌধুরী, মাহবুবা রেজানুর, আকরাম খান, সাদিকা রহমান রাইসা, মামুনুর রশীদ প্রমুখ। হাসান আজিজুল হকের কাহিনী অবলম্বণে এর চিত্রনাট্য করেছেন আজাদ আবুল কালাম ও আকরাম খান। ছবির গল্পে  দেখা যাবে, ১৯৪৭ সালে বৃটিশ রাজত্বের অবসানে ভারতবর্ষ ভাগ হয়ে ধর্মের ভিত্তিতে জন্ম হয় দুটি রাষ্ট্রের। হিন্দুদের জন্য ভারত আর মুসলিমদের জন্য পূর্ব ও পশ্চিম পাকিস্তান নিয়ে পাকিস্তান রাষ্ট্র। হিন্দুদের একটি বড় অংশ পাকিস্তান থেকে রওনা দেয় ভারতে আর ভারত থেকে মুসলমানদের একটা বড় অংশ পাকিস্তানে। সাম্প্রদায়িক অসহিষ্ণুতা আর অর্থনৈতিক মন্দার এই সময়ে পূর্ব পাকিস্তানের ব্রাহ্মণ অম্বুজাক্ষের পরিবার সিদ্ধান্ত নেয় ওপার বাংলার মুসলিম পরিবারের সঙ্গে ভিটেবাড়ি বিনিময়ের মাধ্যমে দেশান্তরের। ভাগ্য পরিবর্তনের আশায় বারবার দেশান্তরের চেষ্টা করেও তারা ব্যর্থ হয়। দেশান্তরের মধ্যে দিয়ে মুক্তির আকাক্সক্ষা আর কঠিন বাস্তবতার গরাদ ভাঙতে না পারার অসহায়ত্বের গল্প ‘খাঁচা’। চ্যানেল আইতে ছবিটির প্রথম ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে আজ সকাল ১০টা ১৫ মিনিটে।
এনটিভিতে ‘মন পবনের নাও’
এনটিভিতে আজ বিকাল ৫টা ২০ মিনিটে প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘মন পবনের নাও’। সুমীর উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জাহাঙ্গীর চৌধুরী। এ অনুষ্ঠানে আধ্যাত্মিক সংগীত পরিবেশন করবেন শিল্পী বাউল শফি ম-ল, সালমা, ছোট আবুল সরকার ও অঙ্কন লাসমিন।
আরটিভিতে ‘যে মাসে সুখ থাকে’
রতন একটি অফিসে চাকরি করে। হঠাৎ অনেক টাকা পেয়ে তার স্বাভাবিক চালচলনে বেশ পরিবর্তন আসে। যে কারণে নিকটজনেরা একে একে তার কাছ থেকে দূরে চলে যায়। তার স্ত্রী কলিও এ নিয়ে অনেক বিরক্ত হয়। একসময় রতন উপলব্ধি করতে পারে, টাকাটাই সব নয়। বরং যে মাসে টাকা ছিল না সে মাসেই তার সুখ ছিল। তাই যার টাকা তাকে ফেরত দিতে যায় রতন। এগিয়ে যায় নাটকের গল্প। মেহরাব জাহিদ রচিত ‘যে মাসে সুখ থাকে’ নাটকটি পরিচালনা করেছেন জাহিদ হাসান। অভিনয় করেছেন জাহিদ হাসান, মোনালিসা প্রমুখ। প্রচার হবে আজ রাত ৮টা ৩৫ মিনিটে।
বাংলাভিশনে ঈদ ধারাবাহিক ‘ফেয়ার প্লে’
বাংলাভিশনে প্রচার হচ্ছে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘ফেয়ার প্লে’। নাটকটি লিখেছেন পলাশ মাহবুব ও পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। অভিনয় করেছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, তিশা, আবুল হায়াত, দিলারা জামান, রুনা খান, আব্দুল্লাহ রানা, সাহেদ আলী সুজন ও সুজাত শিমুল। ‘ফেয়ার প্লে’ প্রচার হচ্ছে প্রতিদিন রাত ৮টা ৪০ মিনিটে বাংলাভিশনে। চলবে ঈদের সপ্তম দিন পর্যন্ত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status