বিশ্বজমিন

ফেসবুকে প্রেম এবং বাংলাদেশী যুবতীর পরিণতি

মানবজমিন ডেস্ক

১৯ জুন ২০১৮, মঙ্গলবার, ১২:২৫ অপরাহ্ন

ফেসবুকে তাদের পরিচয়। তারপর আস্তে আস্তে ভারতের কেরালায় বিলাসী জীবনযাপনকারী লিপিন পান্নাপ্পান (২৯) এর সঙ্গে প্রেম গড়ে ওঠে বাংলাদেশী এক যুবতীর। তিনি বাংলাদেশের একটি সুপরিচিত পরিবারের সদস্য। দেশে বিবাহিত ছিলেন তিনি। কিন্তু স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটেছে তার। ততদিনে তিনি এক কন্যা সন্তানের মা হয়ে গেছেন। সেই যুবতীর সঙ্গে প্রেম করেন লিপিন। এক পর্যায়ে প্রেম থেকে বিয়ে হয় তাদের। লিপিনের দ্বিতীয় স্ত্রী হিসেবে তার ঘরে ওঠেন বাংলাদেশী ওই যুবতী। কিন্তু প্রায় দেড় বছরের মাথায় তাকে ও তার কন্যাকে ফেলে যায় লিপিন। বাধ্য হয়ে বাংলাদেশী ওই যুবতী কেরালায় পুলিশের দ্বারস্থ হন। পুলিশ সময়ক্ষেপণ না করে লিপিনকে জেলে ঢুকিয়ে দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন মুম্বই মিরর। এতে বলা হয়, কেরালার মাভেলিক্কারার বাসিন্দা লিপিন। দুই স্ত্রী ঘরে রেখে চলছিল তার বিলাসী জীবন। কিন্তু দ্বিতীয় স্ত্রী থানায় অভিযোগ দেয়ার পর লিপিনের এখন ঠাঁই হয়েছে জেলখানা। ১৭ই জুন তাকে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়েছে পুলিশ। ওইদিন তাকে গ্রেপ্তার করে এরনাকুলাম সেন্ট্রাল পুলিশ। ওই পুলিশ স্টেশনের সার্কেল ইন্সপেক্টর অনন্তলালের মতে, ২০১৪ সালে ফেসবুকে ওই বিদেশী নারীর সঙ্গে পরিচয় ও প্রেম হয় লিপিনের। লিপিনকে ওই নারী জানিয়ে দেন তিনি বিবাহিত। তা সত্ত্বেও তার প্রতি লিপিনের আগ্রহ বাড়তেই থাকে। অন্যদিকে থিরুভানান্তপুরামে অন্য এক যুবতীর প্রেমে পড়ে যায় লিপিন। এক পর্যায়ে তাকে বিয়ে করে। এই স্ত্রীকে নিয়ে লিপিন ঘর পাতে এরনাকুলামে। এর কিছুদিন পর তার ভারতীয় এই স্ত্রী মধ্যপ্রাচ্যের একটি দেশে চাকরি পান। তিনি চলে যান সেখানে। বিদেশ থেকে স্ত্রী টাকা পাঠান আর লিপিন তা দিয়ে বিলাসী জীবন যাপন করতে থাকে। এই টাকা দিয়েই সে ২০১৭ সালে চলে আসে ঢাকা। এখানে এসে সে নতুন নাম ধারণ করে এবং বাংলাদেশী ওই যুবতীকে বিয়ে করে। নতুন স্ত্রীকে নিয়ে যায় এরনাকুলামে। সেখানে ইনফোপার্কের কাছে একটি ফ্লাটে তোলে তাকে । এরপর আরেকটি বাসায় চলে যান তারা। এভাবেই সময় এগুতে থাকে। এক পর্যায়ে লিপিনের ভারতীয় স্ত্রী ও এ নিয়ে মিথ্যা কথার বিষয়টি আবিস্কার করে ফেলেন বাংলাদেশী ওই যুবতী। এ নিয়ে তাদের মধ্যে ঘন ঘন ঝগড়া হতে থাকে। ততদিনে লিপিনের ভারতীয় স্ত্রী জেনে যান যে, তার স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন। ফলে তিনি লিপিনের কাছে টাকা পাঠানো বন্ধ করে দেন। এ ঘটনার ফলে কন্যা সহ বাংলাদেশী স্ত্রীকে পরিত্যক্ত অবস্থায় ফেলে যায় লিপিন। এ অভিযোগের ভিত্তিতে গত রোববার লিপিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আদালতে তোলা হলে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status