শেষের পাতা

বিডিনিউজ বন্ধের নির্দেশ

স্টাফ রিপোর্টার

১৯ জুন ২০১৮, মঙ্গলবার, ১০:১৬ পূর্বাহ্ন

আকস্মিকভাবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইট বন্ধের ‘নির্দেশ’ দেয়া হয়েছে বলে জানিয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্তৃপক্ষ। এ নিয়ে তাদের ওয়েবসাইটে প্রকাশিত প্রধান প্রতিবেদনে বলা হয়েছে, বিটিআরসি থেকে সোমবার বিকালে এই নির্দেশ দেয়া হয় মোবাইল ফোন ও আইআইজি অপারেটরগুলোকে। বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক   তৌসিফ শাহরিয়ারের পাঠানো এক ই- মেইলে এই নির্দেশ দেয়া হয়। এতে কোনো কারণ বলা হয়নি। ইমেইলে বলা হয়, কমিশনের সিদ্ধান্তে নিচের লিংকগুলো এখনই ব্লক করার নির্দেশনা দেয়া হয়। তাতে https:/ww/w.bdnews24.com/ এবং https://m.bdnews24.com/ লিংক দুটো বন্ধ করতে বলা হয়েছে। এরপর আরেকটি ই-মেইলে https://bangla.bdnews24.com/ বন্ধের নির্দেশনাও দেয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্তৃপক্ষ  জানিয়েছে, ‘উপর মহলের নির্দেশে’ এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে বিটিআরসির পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে কী কারণে এই পদক্ষেপ নেয়া হয়েছে, সে বিষয়ে কিছু বলা হয়নি। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘বিটিআরসি নির্দেশনা দিয়েছে সরকারের উপর মহলের নির্দেশে।’ কী কারণে- জানতে চাইলে সে বিষয়ে কিছু বলতে রাজি হননি জহুরুল হক। বিডিনিউজ তাদের প্রতিবেদনে বলেছে, বাংলা ভাষার প্রথম ইন্টারনেট সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ২০০৬ সালে যাত্রা শুরু করার পর এখন বাংলা ভাষার সর্ববৃহৎ সংবাদ প্রকাশক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এখন ইউনিক ভিজিটর সংখ্যা এক কোটির বেশি; প্রতি মাসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ওয়েবসাইটের ১০ কোটি পাতা খোলা হয়। বর্তমানে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ২৪ ঘণ্টা সচল বার্তা কক্ষের সঙ্গে সরাসরি সম্পৃক্তদের পাশাপাশি সারা বাংলাদেশে এবং বিদেশের প্রধান শহরগুলো মিলিয়ে ৫০০ শতাধিক সংবাদকর্মী রয়েছেন। এদিকে বিকেল থেকেই মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি। ওয়েবসাইটে ক্লিক করলে সেখানে বলা হয়েছে, ওয়েবপেইজ নট এভেইলেবল। একইসঙ্গে ওয়েবসাইটের ঠিকানা আনরিচেবল বলেও দেখানো হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status