ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

৪০ বছরে ‘প্রথম ভোগান্তি’ ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক

১৯ জুন ২০১৮, মঙ্গলবার, ১০:১২ পূর্বাহ্ন

৪০ বছরে প্রথমবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয়বঞ্চিত থাকতে দেখা গেল ব্রাজিলকে। আর বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে অপরাজিত রইলো সুইজারল্যান্ড। রোববার ‘ই’ গ্রুপের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা। এদিন ব্রাজিলের পক্ষে একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড ফিলিপ্পে কুটিনহো। আর সুইসদের হয়ে সমতাসূচক গোল করেন ডিফেন্ডার স্টিভেন জুবার। সর্বশেষ ১৯৮৬’র আসরে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ড্র করেছিল সেলেকাওরা। এ নিয়ে বিশ্বকাপে দুইবার মুখোমুখি হলো ব্রাজিল ও সুইজারল্যান্ড। সর্বশেষ ১৯৫০’র আসরে দু’দলের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। আর টানা পাঁচ ম্যাচে জয়ের পর ড্র করলো ব্রাজিল। অন্যদিকে শেষ সাত ম্যাচে অপরাজিত রইলো সুইজারল্যান্ড। সর্বশেষ ২০১৭’র অক্টোবরে পর্তুগালের কাছে ২-০ গোলে হার দেখে তারা। আর শেষ পাঁচ বিশ্বকাপের প্রথম ম্যাচের সব ক’টিতেই অপরাজিত রইলো সুইসরা। এর আগের শেষ চার আসরে দুই ম্যাচে জয় ও দুইটিতে ড্র করে তারা। রোববার রাশিয়ার রোস্তভ অন ডন স্টেডিয়ামে ম্যাচের একাদশ মিনিটে গোলের সহজ সুযোগ পায় ব্রাজিল। কিন্তু প্রতিপক্ষের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন ডিফেন্ডার পাওলিনহো। ২০তম মিনিটে ডিফেন্ডার মার্সেলোর শট সুইজারল্যান্ডের এক খেলোয়াড় হেডে বিপদমুক্ত করতে গেলে ডি-বক্সের বাইরে বল যায় ফিলিপ্পে কুটিনহোর পায়ে। আর দূরপাল্লার এক শটে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন এ বার্সেলোনা মিডফিল্ডার। ব্রাজিল জাতীয় দলের জার্সি গায়ে এটা কুটিনহোর ১১তম গোল। যার মধ্যে পাঁচ গোলই করেন ডি-বক্সের বাইরে থেকে। ৫০তম মিনিটে কর্নার থেকে বল পেয়ে হেডে গোল করে সুইজারল্যান্ডকে সমতায় ফেরান ডিফেন্ডার স্টিভেন সুবার। এদিন পুরো ম্যাচে মাঠে থাকলেও তেমন সুবিধা করতে পারেননি ব্রাজিলের সেরা তারকা নেইমার। অন্যদিকে মাঠে খুঁজে পাওয়া যায়নি এবারে মৌসুমে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে দুর্দান্ত পারফর্ম করা ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসকে। আর বদলি নেমে তেমন সুবিধা করতে পারেনি লিভারপুল ফরোয়ার্ড রবার্তো ফিরমিনোও। যদিও ম্যাচের শেষ দিকে ফিরমিনোর হেডে এক প্রচেষ্টা রুখে দেন সুইজারল্যান্ডের গোলরক্ষক ইয়ান সোমার। এ নিয়ে বিশ্বকাপে টানা তিন ম্যাচে জয়শূন্য থাকলো আসরের সর্বাধিক পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। গত বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৩-০ গোলে হার দেখে তারা। গত বছর বিশ্বকাপের বাছাইপর্বে লাতিন আমেরিকা অঞ্চল থেকে সবার আগে মূলপর্বের টিকিট কাটে সেলেকাওরা। ‘ই’ গ্রুপে আগামী শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। একই দিনে সার্বিয়ার মুখোমুখি হবে সুইজারল্যান্ড।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status