ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

নেইমারকে ছাড়াই ব্রাজিলের পরবর্তী ম্যাচ?

স্পোর্টস ডেস্ক

১৯ জুন ২০১৮, মঙ্গলবার, ১০:১১ পূর্বাহ্ন

কোস্টারিকার বিপক্ষে ব্রাজিলের পরবর্তী ম্যাচ মিস করতে পারেন নেইমার! সুইজারল্যান্ডের বিপক্ষে যেভাবে একের পর এক ফাউলের শিকার হয়েছেন তাতেই দেখা দিয়েছে এমন সংশয়। ম্যাচে মোট ১০ বার ফাউলের শিকার হন নেইমার। বিশ্বকাপে যা একটি রেকর্ডও। গত ২০ বছরে কোনো খেলোয়াড়কে এতবার ট্যাকল করার নজির নেই। ১৯৯৮ বিশ্বকাপে তিউনিসিয়ার বিপক্ষে ১১ বার ফাউলের শিকার হন ইংল্যান্ডের অ্যালান শিয়েরার। ইনজুরি থেকে ফেরা নেইমারের ফিটনেস ঠিক রাখতে তাকে বিশ্রাম দেয়া হতে পারে। এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সেলেকাওরা। নেইমারের ফিটনেস পরীক্ষার ওপর সব নির্ভর করছে।
সেইন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে আগামী ২২শে জুন গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ‘ই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার কাছে ১-০ গোলে হার দেখেছে কোস্টারিকা।
আর রোববার সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলের ড্র দিয়ে এবারের বিশ্বকাপ যাত্রা শুরু করে ব্রাজিল। ম্যাচের আগে সেলেকাও কোচ লিওনার্দো বাচ্চি তিতে বলেন নেইমার এখনো শতভাগ ফিট হতে পারেননি। তবুও নব্বই মিনিট মাঠে ছিলেন নেইমার। পুরো ম্যাচে তাকে নিষ্ক্রিয় করে রাখে সুইস খেলোয়াড়রা। ম্যাচের মাঝপথে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে নেইমারকে। ম্যাচ শেষেও ওই অবস্থায় মাঠ ছাড়েন তিনি। গত ফেব্রুয়ারিতে পিএসজির হয়ে খেলার সময় পায়ের পাতার হাড় ভাঙে নেইমারের। করাতে হয় অস্ত্রোপচার। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ দিয়ে খেলায় ফেরেন নেইমার। ক্রোয়েশিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে পুরো সময় না খেললেও গোল পান নেইমার। বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রতিপক্ষের আসল রূপ দেখলেন তিনি। সুইজারল্যান্ডের লক্ষ্যবস্তু হওয়ার বিষয়টি রেফারির ওপর ছেড়ে দেন নেইমার, ‘এ নিয়ে আমার কিছু বলার নেই। এটা দেখার দায়িত্ব রেফারির। আমি কেবল ফুটবল খেলতে পারি কিংবা খেলার চেষ্টা করতে পারি। আমি মনে করি সামনেও এটা (নিয়মিত ফাউল) অব্যাহত থাকবে। আমাদের এদিকে মনোযোগ দিতে হবে। কিন্তু ফুটবলে এমনটা স্বাভাবিক ব্যাপার।’ এদিকে নেইমারকে লক্ষ্যবস্তু করার অভিযোগ উড়িয়ে দিয়েছেন সুইজারল্যান্ড কোচ ভ্লাদিমির পেটকোভিচ। তিনি বলেন, ‘মোটেও না, বেশিরভাগ বল দখলের লড়াই পরিষ্কার ছিল। নেইমারকে নিষ্ক্রিয় রাখা ছিল আমাদের কৌশলের অংশ। কিন্তু ব্রাজিল দলে আরো অনেক দারুণ খেলোয়াড় রয়েছে যারা মাঠে তা দেখিয়েছে। প্রথমার্ধে আমরা সঠিকভাবে কৌশল কাজে লাগাতে পারিনি। ব্রাজিল তখন বিপজ্জনক হয়ে ওঠে। হলুদ কার্ড (৩টি) বেশি হলেও কোনো খারাপ ফাউল হয়নি।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status