দেশ বিদেশ

ফখরুলের সঙ্গে সাক্ষাৎ করেছেন মহানগর উত্তর বিএনপি’র ৩০ নেতা

স্টাফ রিপোর্টার

১৯ জুন ২০১৮, মঙ্গলবার, ১০:০১ পূর্বাহ্ন

ঢাকা মহানগর উত্তর বিএনপির ঘোষিত থানা ও ওয়ার্ড কমিটি নিয়ে সৃষ্ট বিরোধে মহানগর উত্তর বিএনপির ৬৫ সদস্য বিশিষ্ট কমিটির ৩০ জন নেতা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেছেন। গতকাল সকাল ১০টায় মহাসচিবের উত্তরাস্থ বাসায় তারা দেখা করেন। এ সময় উত্তর বিএনপির সভাপতি এমএ কাইয়ুম ও সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানের বিরুদ্ধে কমিটি গঠনে বাণিজ্য, স্বেচ্ছাচারিতা ও পকেট কমিটি করার সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরেন। সেই সঙ্গে ৮ দফা সম্বলিত একটি অভিযোগপত্রও দেন। বিএনপি মহাসচিব মির্জা আলমগীর মনোযোগসহকারে মহানগর উত্তর বিএনপির ত্রিশ নেতার অভিযোগ ও বক্তব্য শোনেন। তিনি এ ব্যাপারে সহসা ব্যবস্থা নেয়ারও আশ্বাস দেন। এ বিষয়ে মহানগর উত্তর বিএনপির সহসভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, আমরা কমিটি নিয়ে নানা অনিয়মের কথা তুলে ধরেছি। তিনি আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন। আমাদের বলেছেন, বিষয়টি তিনি শুরু থেকেই জানেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও এ ব্যাপারে অবগত আছেন। তিনি উত্তর বিএনপির কমিটি গঠন নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। বিদ্রোহী অংশের অপর নেতা নগর উত্তর বিএনপির সহসভাপতি ফেরদৌসি আহমেদ মিষ্টি বলেন, আমরা মহাসচিবের কাছে আমাদের দাবিগুলো তুলে ধরেছি। তিনি আমাদের দাবিগুলো শুনে সমাধানের কথা বলেছেন। আমরা আরো বলেছি, খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে বেগবান করতে দলে কোনো বিভক্তি না ঘটিয়ে ঘোষিত থানা ও ওয়ার্ড কমিটির অনিয়মের বিরুদ্ধে আমাদের নিয়মতান্ত্রিক প্রতিবাদ অব্যাহত থাকবে। এদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির ঘোষিত কমিটিকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে গিয়েছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। ফলে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি গঠনের স্বেচ্ছাচারীসহ সার্বিক প্রসঙ্গ তুলে ধরে তার বরাবরও একটি চিঠি দিয়েছেন মহানগরের ৩০ নেতা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status