দেশ বিদেশ

চার ফোর-জি মোবাইল বাজারে

অর্থনৈতিক রিপোর্টার

১৯ জুন ২০১৮, মঙ্গলবার, ৯:৩৮ পূর্বাহ্ন

ওয়ালটন বাজারে ছাড়লো দেশে তৈরি সাশ্রয়ী মূল্যের চারটি ফুল-ভিউ ডিসপ্লের ফোর-জি ফোন। ফোন চারটি হলো প্রিমো জিএফসেভেন, প্রিমো জিএমথ্রি, প্রিমো আরফাইভ ও প্রিমো আরএক্সসিক্স। দাম যথাক্রমে ৫,৯৯৯, ৭,১৯৯, ৯,৯৯৯ ও ১৪,৯৯৯ টাকা। সবগুলো ফোনই অ্যান্ড্রয়েডের সর্বশেষ ভার্সন ওরিও ৮.১ পরিচালিত। সেল্যুলার ফোন উৎপাদন বিভাগের প্রধান সমন্বয়ক এস এম রেজওয়ান আলম বলেন, জিএফসেভেন ও জিএমথ্রি মডেলে ব্যবহৃত হয়েছে ৫.৩৪ ইঞ্চির আইপিএস ডিসপ্লে। কোয়াড কোর প্রসেসরসমৃদ্ধ ফোন দুটিতে ১ জিবি র‌্যাম এবং ৮ জিবি রয়েছে। ২,৭০০ এমএইচ ব্যাটারিযুক্ত জিএফসেভেনে সামনে ও পেছনে আছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। আর ৪,০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির ওটিজি ও ফিংগারপ্রিন্ট সেন্সরযুক্ত জিএমথ্রি মডেলের সামনে ও পেছনে আছে যথাক্রমে ৫ ও ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। ৩,০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারিসমৃদ্ধ প্রিমো আরফাইভ এবং প্রিমো আরএক্সসিক্স মডেলে ব্যবহৃত হয়েছে ৫.৭২ ইঞ্চির ডিসপ্লে। ১৬ জিবি স্টোরেজযুক্ত উভয় ফোনের পেছনে রয়েছে প্রযুক্তির ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। আরফাইভ মডেলের সামনের ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। ২ জিবি র‌্যাম, ফেস আনলক ও ফিংগারপ্রিন্ট সেন্সর রয়েছে। আরএক্সসিক্স মডেলের সামনে আছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। ৩ জিবি র‌্যামের ফোনটিতে রয়েছে ১.৪৫ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status