বিনোদন

আমি আজ মিশরকে এগিয়ে রাখবো- মোস্তফা সরয়ার ফারুকী

১৯ জুন ২০১৮, মঙ্গলবার, ৯:০৯ পূর্বাহ্ন

রাশিয়া বনাম মিশরের ম্যাচে আমি আজ মিশরকে এগিয়ে রাখবো। কারণ আমার হৃদয় চাচ্ছে মিশর জিতুক। শোনা যাচ্ছে, মিশরের তারকা খেলোয়াড় মোহাম্মদ সালাহ আজ খেলবেন। সালাহ খেললে আমি মনে করি মিশর খেলার ভাগ্যটা নিজের দিকে নিয়ে যেতে পারবে। আর ব্রাজিলের ম্যাচ সম্পর্কে বললে বলতে হবে যে, সুইজারল্যান্ড খুবই হার্টপ্রেসিং ফুটবল খেলেছে এবং ব্রাজিলকে খেলার জায়গা দেয় নাই। আর ব্রাজিলের পক্ষ থেকে সবচেয়ে বাজে খেলেছেন নেইমার। যখন একজন খেলোয়াড় হিসেবে বিপক্ষ দলের একটা খেলোয়াড় বা বিপক্ষ দল বোতলের মধ্যে ভরে রাখবে সেটা ফাউল করে হোক, আপনার ঘাড়ের উপর নিশ্বাস ফেলে হোক, আপনার পায়ে বল গেলেই তারা চার্জ করছে- তখন আপনার ড্রিবলিং করার মতো জেদ দেখানোর দরকার নেই। আমি মনে করি তখন ড্রিবলিং করার মতো জেদ দেখানো বালকসুলভ কাজ। তখন পায়ে বেশিক্ষণ বল না রেখে পাস দেয়া উচিত, দ্রুত জায়গা পরিবর্তন করা উচিত। সুইজারল্যান্ডের সঙ্গে খেলতে গিয়ে নেইমার সেটা অনেক জায়গায় ভুল করেছে। বিশেষ করে নেইমার দৃষ্টিকটুভাবে ড্রিবলিং করতে গিয়ে বল লুজআউট করেছে। সুইজারল্যান্ড ফাউল করেছে এটা স্বাভাবিক, কারণ ফাউল তো খেলারই একটা অংশ। তবে, ব্রাজিলের খেলায় অনেকগুলো মুহূর্ত ছিল রিয়্যাল ব্রাজিলিয়ান মোমেন্ট। অনেকগুলো অ্যাটাক ছিল সত্যিকার অর্থে চোখ ধাঁধানো আক্রমণ। খেলার ফলাফল খারাপ হবার কারণে সেই আক্রমণগুলো ভুলে গেলে চলবে না। একই সঙ্গে সুইজারল্যান্ডকে ফুল ক্রেডিট দিতে হবে কারণ তারা জানবাজি রেখে খেলেছে এবং তারা চেষ্টা করেছে ব্রাজিল যেন স্কোর করতে না পারে। আর একই সঙ্গে কাউন্টার অ্যাটাকও করেছে। ব্রাজিলের সঙ্গে যখন যেকোনো দল খেলবে তখন তারা তো চাইবেই যে তারা যেন গোল বেশি না খায়। সুইজারল্যান্ড যে উদ্দেশ্য নিয়ে লড়েছে তাতে তারা সফল হয়েছে। সুতরাং তাদের সাধুবাদ জানাতেই হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status