ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

সাফাইয়ের নামে রাশিয়া জুড়ে কয়েক হাজার কুকুর হত্যা

বিশ্বকাপ ডেস্ক

১৮ জুন ২০১৮, সোমবার, ৮:২৭ পূর্বাহ্ন

চলছে রাশিয়া বিশ্বকাপ ২০১৮। তাই রাশিয়ায় আগত বিভিন্ন দেশের অতিথিদের স্বাগত জানাতে নেয়া হয়েছে রাস্তা পরিষ্কারের নানা উদ্বোগ। কিন্তু এই পরিষ্কারের নামে রাশিয়ার ১১টি শহরে করা হয়েছে কয়েক হাজার কুকুর হত্যা। এর নাম দেয়া হয়েছে ‘বায়োলজিক্যাল ট্রাশ’ সাফাই অভিযান। বিশ্বকাপ শুরুর আগেই রাশিয়া আসা দর্শনার্থীদের বিরক্তির কারণ হয়ে উঠেছিল এসব কুকুর, তাই ফুটবলের আসর শুরুর আগেই বিষাক্ত খাবার খাইয়ে মেরে ফেলা হয়েছে কয়েক হাজার কুকুরকে। ‘দ্য গার্ডিয়ান’ বলছে, বিষাক্ত খাবার খেয়ে প্রথমে বমি করছে কুকুরগুলি, তারপর ঘটছে মৃত্যু। যদিও প্রশাসনের দাবী কুকুরদের অস্থায়ী আশ্রয়ে পৌঁছে দেয়ার জন্যই গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। রাস্তার কুকুরদের কারণে সমস্যা তৈরি হলেও মোটেও মেরে ফেলা হয়নি তাদের। বিশ্বকাপ শেষেই মুক্তি মিলবে তাদের।

‘দ্য গার্ডিয়ান’ আরো বলছে, কুকুর নিধনের জন্য নিয়োগ করা হয়েছে বেসরকারি একটি সংস্থাকে। রাশিয়ার বিভিন্ন রাস্তায় কয়েক হাজার কুকুরের মৃতদেহের ছবি পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ২০১৪ সালের উইন্টার অলিম্পিকের সময় একই সমালোচনার মুখে পড়েছিল রাশিয়া প্রশাসন। আবার ফিফা বিষয়টি আমলে নিয়ে ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানান।

এদিকে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি, জার্মান তারকা ওজিল কিংবা স্বয়ং রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে প্রায়ই দেখা যায় কুকুরদের সঙ্গে সময় কাটাতে। তারা প্রত্যেকেই একাধিকবার সোশ্যাল মিডিয়ায় তাদের সঙ্গে ছবিও পোস্ট করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status