অনলাইন

পুলিশি বাধায় ঈদের দিন বাড়ি থেকে বের হতে পারেননি মওদুদ

স্টাফ রিপোর্টার

১৭ জুন ২০১৮, রবিবার, ২:৪৭ পূর্বাহ্ন

ছবি সূত্র: বিডিনিউজ

পুলিশের বাধার কারণে ঈদের দিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে নির্বাচনী এলাকার লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে পারেননি বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। ঈদের দিন বিকালে উপজেলায় ঈদ শুভেচ্ছা বিনিময়ের কথা ছিল তার। কিন্তু বিকালে যখন তিনি সিরাজপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের নিজের বাড়ি থেকে বের হচ্ছিলেন তখন গেটের সামনে ব্যারিকেড দেয় পুলিশের একটি গাড়ি। ফলে তিনি আর বাড়ি থেকেই বের হতে পারেননি। এ ব্যাপারে মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, আমার বাড়ির সামনে সকাল থেকে অসংখ্য পুলিশ মোতায়েন রাখা হয়। আর বাড়ি থেকে বের হওয়ার সময় পুলিশ আমার গাড়ির সামনে তাদের ভ্যান আড়াআড়িভাবে পেতে রেখে পথরুদ্ধ করে দেয়। তিনি বলেন, আমি তাদের বলেছিÑ হয় আমাকে অ্যারেস্ট করেন, যদি আপনারা মনে করেন যে আমি অন্যায় কিছু করেছি বা বাইরে আমার এলাকায় যেতে চাই এটা বেআইনি কিছু তাহলে আমাকে গ্রেপ্তার করেন। থানায় নিয়ে চলেন, আমাকে হাজতে পাঠিয়ে দিন। আর তা না হলে আমাকে যেতে দিন। কিন্তু উনারা অনড়, কিছুতেই এটা করবেন না। আমি থানার ওসি সাহেবের সাথে কথা বলেছি, এসপি সাহেবের সাথে কথা বলেছি। তারাও একই কথা বলছেন, আমরা আপনাকে বাড়ি থেকে বের হতে দেব না। ওই সময় সেখানে দায়িত্বরত কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক সাংবাদিকদের বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তার স্বার্থে উনাকে বের হতে দেয়া হয়নি। অন্যদিকে নোয়াখালীর পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ সাংবাদিকদের বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ একজন বড় মাপের রাজনৈতিক নেতা। তার নিরাপত্তার কথা বিবেচনা করেই তার বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে তাকে বাড়ির মধ্যে অবরুদ্ধ করে রাখা হয়েছে- এমন অভিযোগ সত্য নয়। উল্লেখ্য, একই ইউনিয়নে ব্যারিস্টার মওদুদ আহমদের পাশের গ্রামে রাজাপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়ি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status