অনলাইন

সরকারের প্রতি বি. চৌধুরীর আহ্বান

‘সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করুন’

স্টাফ রিপোর্টার

১৭ জুন ২০১৮, রবিবার, ১:৪৫ পূর্বাহ্ন

সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার বা জাতীয় সরকার গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান পূনর্ব্যক্ত করেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক প্রেসিডেন্ট প্রফেসর ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী। শনিবার দুপুরে রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিকল্পধারার কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান পূনর্ব্যক্ত করেন। বি. চৌধুরী বলেন, একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনে সংবিধান সংশোধন করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বা সবদলের সম্মতিক্রমে স্বীকৃত জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে। এটা জনগণের মৌলিক দাবি। সরকার সত্যিকারের নির্বাচন করতে চাইলে তত্ত্বাবধায়ক বা জাতীয় সরকারের কোনো বিকল্প নেই। সাবেক এ প্রেসিডেন্ট দুঃখ প্রকাশ করে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্ন উঠলেই এই সরকারের মন্ত্রীরা বলেনÑ তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে নেই। কিন্তু তারা তো এটাও জানেন যে, সংবিধান সংশোধন করে নির্বাচনকালীন এই সরকার ব্যবস্থা আবার পূনর্বহাল করা যায়। বি. চৌধুরী বলেন, আমি যখন সংসদে উপনেতা ছিলাম সে সময় ১৫ই ফেব্রুয়ারির নির্বাচনের পর একরাতে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করেছিলাম। তারপর মাত্র ৪ মাসের মধ্যে নতুন নিরপেক্ষ নির্বাচন অনুুষ্ঠান করেছিলাম। ওই নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করেছিল। তিনি প্রশ্ন করে বলেন, তাহলে আওয়ামী লীগ কেনো সংবিধান সংশোধন করে আগামী এক মাসের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার বা জাতীয় সরকার গঠন করতে পারবেন না? অনুষ্ঠানে বিকল্পধারার কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার মো. ইউসুফ, ব্যারিস্টার ওমর ফারুক, হাফিজুর রহমান ঝান্টু, মাহফুজুর রহমান, ওবায়েদুর রহমান, মো. শাহ আলম, বিএম নিজাম, এখলাস উদ্দিন ও তানভীর মনিরুল ইসলাম সুমনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

[কাফি]
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status