বিনোদন

একই অনুষ্ঠানে ২২ দেশের ৩৫ বাদ্যযন্ত্রী

স্টাফ রিপোর্টার

১৭ জুন ২০১৮, রবিবার, ১:৪০ পূর্বাহ্ন

গান বাংলা টেলিভিশনের প্রচার চলতি ‘উইন্ড অব চেঞ্জ’ অনুষ্ঠানে এবার অংশ নিচ্ছেন ২২টি দেশের ৩৫ জন বাদ্যযন্ত্রী। একটি অনুষ্ঠানে এতোগুলো দেশের বাদ্যযন্ত্রীদের অংশগ্রহণ রীতিমতো রেকর্ডের সৃষ্টি করেছে। এই ৩৫ জন বাদ্যযন্ত্রীর মধ্যে রয়েছেন- গার্গো বরলাই (হাঙ্গেরী), এনথন ডেভিয়েন্টস (রাশিয়া), শিবামনি (ভারত), ড্যানিয়েল ক্রেসার্স (স্পেন), আনা উইব (লাতভিয়া), মিকাল হাসান (পাকিস্তান), আর্টিয়ম (আর্মেনিয়া), এর্নেস্টা (লিথুনিয়া), সিনান (তুরস্ক), রাশিকা (আমেরিকা), ভ্যালেরি (সুইজারল্যান্ড), লিন্ডা (এস্টোনিয়া), এন্ড্রিয়া (রোমানিয়া), এলিকজা (পোলান্ড), রুসলানা (ইউক্রেন), সিভেটলানা (জার্মানী) প্রমুখ। ঈদ উপলক্ষে ‘উইন্ড অব চেঞ্জ’ অনুষ্ঠানের সিজন থ্রি’র প্রচার শুরু হয়েছে ঈদের দিন থেকে। ৪ দিনের বিশেষ এই আয়োজনে প্রতিদিন ৫ জন করে বাংলাদেশি জনপ্রিয় ও খ্যাতিমান সংগীতশিল্পী অংশ নিচ্ছেন। বাংলাদেশি সংগীতশিল্পীদের সঙ্গে ২২ দেশের এই ৩৫ জন বাদ্যযন্ত্রী পারফর্ম করছেন। বাংলাদেশি যেসব সংগীতশিল্পীকে এবারের উইন্ড অব চেঞ্জে দেখা যাবে তাদের মধ্যে রয়েছেন- কাঙ্গালিনী সুফিয়া, রফিকুল আলম, রেজওয়ানা চৌধুরী বন্যা, সুজিত মুস্তফা, কিরণ চন্দ্র রায়, হায়দার হোসেন, আগুন, মিজান রহমান, সুমন, সজীব, চন্দন, শাহানা বাজপেয়ী, রেশমী, জেসমিন, মিনার, কৌশিক হোসেন তাপস প্রমুখ। ‘উই- অব চেঞ্জ’ সিজন থ্রি’র সংগীত পরিচালক ও অনুষ্ঠান পরিচালক হিসেবে যথারীতি নেতৃত্ব দিয়েছেন গান বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ও সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপস। তিনি বলেন, ‘উইন্ড অব চেঞ্জ’ বিশ্বের সবচেয়ে বড় মিউজিক কোলাবরেশন প্রজেক্ট। এখানে এমনও মিউজিশিয়ান আছেন যিনি তার মাতৃভাষা ছাড়া ইংরেজি বা অন্য কোনো ভাষা জানেন না। সেই মিউজিশিয়ানরাও আমাদের সঙ্গে এবার কাজ করছেন। এটা সম্ভব হয়েছে কেবল সংগীতের ভাষা সারা পৃথিবীতে একই হওয়ার কারণে। আমি মনে করি তাদের সঙ্গে কাজ করাটা আমাদের বাংলাদেশি সংগীতশিল্পীদের জন্য দারুণ একটি অভিজ্ঞতার ব্যাপার হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status