অনলাইন

লক্ষ্মীপুরে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি

১৭ জুন ২০১৮, রবিবার, ১২:০৩ অপরাহ্ন

লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জে রয়েল হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে ভুল চিকিৎসায় প্রস্তুতি মা মরিয়ম বেগমের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে হসপিটাল মালিক চিকিৎসক সোলায়মানসহ সবাই পলাতক রয়েছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ স্বজনরা হসপিটাল ঘেরাও করে রাখে। ঘটনাস্থলে অতিরক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে। গত ৬ মাসে এ হাসপাতালে একইভাবে আরো তিনজনের মৃত্যুর ঘটনা ঘটে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, শনিবার রাত আড়াইটার দিকে মরিয়ম বেগমকে রয়েল হসপিটালে ভর্তি করে স্বজনরা। এর কিছুক্ষন পর হসপিটালের মালিক চিকিৎসক সোলায়মান মরিয়ম বেগমকে দেখে তাড়াতাড়ি সিজার করার জন্য চাপ দেন। তার কথা মত মরিয়ম বেগমকে চিকিৎসার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেন স্বজনরা। রাত টার দিকে সিজারের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় মরিয়ম বেগমকে। অপারেশনের সময় চিকিৎসকের সঙ্গে অজ্ঞান ডাক্তারসহ অন্যরা থাকার কথা থাকলেও সোলায়মান ছাড়া আর কেউ ছিলনা বলে অভিযোগ করেন স্বজনরা। ভোররাতে রোগীর অবস্থায় ভালো নয় এবং কালিজা পঁচে গেছে বলে দ্রুত তাকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য চিকিৎসক সোলায়মান একটি অ্যাম্বলেন্স তুলে দেয় মরিয়ম বেগমকে। কিন্তু অপারেশন করার সময় ভুল চিকিৎসায় মরিয়ম মারা গেছে বলে দাবী করেন তারা। এ ঘটনার পর চিকিৎসক সোলায়মান হোসেনসহ অন্যরা হাসপাতাল থেকে পালিয়ে যায়। এরপর হসপিটাল ঘেরাও করে বিক্ষোভ করে স্বজনরা।
নিহতের স্বামী মো. সালাউদ্দিন জানান, ভুল চিকিৎসায় তার স্ত্রীর মৃত্যু হয়। চিকিৎসক সোলায়মানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। অপরদিকে হাসপাতালের ম্যানেজার বয়োজিদ হোসেন বলেন, কোনো ভুল চিকিৎসায় নয়, অপারেশন থিয়েটারে হৃদক্রিয়া বন্ধ হয়ে মরিয়ম বেগমের মৃত্যু হয় বলে দাবী করেন তিনি।
চন্দ্রগঞ্জ থানার ওসি তদন্ত মো. জাফর আহমদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status