অনলাইন

কারাফটকের আগেই ব্যারিকেড,

সাক্ষাত পেলেন না বিএনপি নেতারা

স্টাফ রিপোর্টার

১৬ জুন ২০১৮, শনিবার, ৬:৫৭ পূর্বাহ্ন

কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেননি দলটির কেন্দ্রীয় নেতারা। কারাফটক পর্যন্তই পৌঁছতে পারেননি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্যরা। কারাফটকে যাওয়ার পথেই দেওয়া হয় ব্যারিকেড। আজ শনিবার রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরানো কারাগারের কাছে যান বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা। ওই কারাগারে বন্দি আছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করার জন্য যান নেতারা। দুপুর সোয়া ১২টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নাজিমউদ্দিন রোডে যান দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস। এ সময় শতাধিক নেতাকর্মীও সেখানে উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার জন্য খাবার ও বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে আসেন। কিন্তু কারাগারের ফটকের আগেই ব্যারিকেড দেয় পুলিশ। ব্যারিকেডের ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। বিএনপির নেতাকর্মীরা ব্যারিকেডের বাইরেই বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন। পরে ঢুকতে না দেওয়ায় চলে যান। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের জানান, কারাফটকের আগেই পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দিয়েছে। পুলিশ জানিয়েছে, উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেই, এই বলে পুলিশ নেতাদের বাধা দিয়েছে। মির্জা আলমগীর বলেন, ‘ঈদের দিনেও আমাদের নেত্রীর সঙ্গে দেখা করতে দিচ্ছে না। সাবেক প্রধানমন্ত্রী মিথ্যা মামলায় বন্দি। আমরা উদ্বিগ্ন। ভেতরে কী হচ্ছে তাও আমরা জানি না।’ মির্জা আলমগীর বলেন, ‘আমরা নেত্রীকে দেওয়ার জন্য একটি চিঠি দিয়েছিলাম। সেই চিঠিও তাঁরা গ্রহণ করেননি। মির্জা ফখরুল ইসলাম জানান, বেগম খালেদা জিয়ার স্বজনদের কারাফটক পর্যন্ত যেতে দিয়েছে পুলিশ। সেখান থেকে তাঁদের ভেতরে যেতে দেবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ। আমাদেরকে পুলিশ কারাগারের গেট পর্যন্ত ঢুকতে দেয়নি।’ তিনি আরো বলেন, ‘এটা খুবই অমানবিক।’ বিএনপির নেতারা এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেন।

[কাফি]
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status