বিনোদন

আ লা প ন

‘এবার সেসব থেকে বের হয়ে এসেছি’

এন আই বুলবুল

১৫ জুন ২০১৮, শুক্রবার, ১:৫৪ পূর্বাহ্ন

ছোট পর্দার ব্যস্তমুখ প্রসূণ আজাদ। এবার ঈদে প্রায় এক ডজন নাটকে দেখা যাবে এই মডেল-অভিনেত্রীকে। এসবের মধ্যে উল্ল্যেখযোগ্য হলো ‘কংকাবতির আংটি’, ‘সেভেনডেস নেপাল’, ‘খুঁজে ফিরি আপনায়’, ‘ওয়াও নেপাল’, ‘লাফিং বুদ্ধ’, ‘নেপাল স্ট্রেঞ্জার’, ‘তগদির’ ও ‘ব্ল্যাকমেইল’। নাটকগুলোতে তাকে দেখা যাবে জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে। নাটকগুলো প্রসঙ্গে প্রসূণ বলেন, এবার ঈদের এসব নাটকে বৈচিত্রময় নানা চরিত্রে অভিনয় করেছি। কয়েকটি নতুন চরিত্রে দর্শক আমাকে পাবেন। নির্মাতারা আগে আমাকে নির্দিষ্ট কিছু চরিত্রের জন্য চাইতেন। কিন্তু এবার সেসব থেকে বের হয়ে এসেছি। এখন নানা চরিত্রে অভিনয় করতে পারছি। এই সময়ে এসে আমার আগের চেয়ে দশ কেজি ওজন বেড়েছে। ফলে প্রেমিক-প্রেমিকার চরিত্রের বাইরেও বেশ কিছু চরিত্রে নিজেকে মানিয়ে নিতে পারছি। তবে কিছু দিনের মধ্যে আবার ওজন কমিয়ে ফেলবো। নতুন কিছু পরিকল্পনা আছে আগামীতে। এবার ঈদে নির্মাতারা কেমন গল্পের নাটক নির্মাণ করছেন বলে মনে করেন? এই প্রশ্নের উত্তরে প্রসূণ বলেন, কয়েকটি নাটকের গল্পের প্রয়োজনে আমাকে দেশের বাইরে কাজ করতে হয়েছে। এছাড়া একটি নাটকে পাহাড়ী মেয়ের চরিত্রেও অভিনয় করেছি। আমার অভিনীত নাটকগুলো থেকে বলতে পারি অনেকেই হয়তো ভিন্ন কিছু দেয়ার জন্য চেষ্টা করেছেন। বাকিটা ঈদের নাটকগুলো প্রচারের পর জানা যাবে আসলেই কেমন গল্পের নাটক বেশি নির্মাণ হয়েছে। ঈদের পরেই এই অভিনেত্রী আবারো অভিনয়ে ব্যস্ত হয়ে পড়বেন বলে জানান। তার হাতে কয়েকটি ধারাবাহিকের কাজ রয়েছে। ধারাবাহিকগুলো হলো রহমতুল্লাহ তুুহিনের ‘যখন কখনো’, প্রিতমের ‘সেমি কর্পোরেট’। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন প্রসূণ। তবে এখন শুধু ‘ভোলা’ শীর্ষক একটি মাত্র চলচ্চিত্র তার হাতে আছে। এই ছবিতে তিনি জুটি বেঁধেছেন দর্শকপ্রিয় অভিনেতা বাপ্পির সঙ্গে। ছবিটি পরিচালনা করছেন শফিকুল ইসলাম সোহেল। এটির শুটিং দীর্ঘদিন থেকে ঝুলে আছে। শেষ হবে বলেও শেষ হচ্ছে না। শফিকুল ইসলাম খানের ‘অচেনা হৃদয়’ ছবির মধ্য দিয়ে প্রসূণের চলচ্চিত্রে অভিষেক হয়। পরবর্তিতে এই অভিনেত্রীর ‘সর্বনাশা ইয়াবা’ ও ‘মুসাফির’ শীর্ষক দুটি ছবি দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলে। চলচ্চিত্র থেকে দূরে থাকার কারণ সম্পর্কে এই অভিনেত্রী বলেন, আমি এখন চলচ্চিত্রের জন্য পুরোপুরি ভাবে প্রস্তুত নই। সেই কারণে নিজে থেকে এটির জন্য কোনো পরিকল্পনা করছি না। তবে আমি অভিনয়ে স্বাচ্ছন্দ্যবোধ করি চলচ্চিত্রে। আরো কিছু সময় পার হোক। এরমধ্যে নিজকে চলচ্চিত্রের জন্য তৈরি করে নেবো। সে সময় হয়তো দর্শকের জন্য আমার বড় ধরনের চমকও থাকতে পারে। অভিনয়ের পাশাপাশি এই অভিনেত্রী ক্যামেরার পিছনেও কাজ করেছেন। নির্মাণের জন্য তিনি দারুণ আগ্রহী। তবে আবার কখন তাকে নির্মাণে পাওয়া যাবে জানতে চাইলে তিনি বলেন, এটি সত্যি ক্যামেরার পিছনে কাজ করার জন্য আমি বেশ আগ্রহী। তবে খুব শিগগির কিছু নির্মাণ করতে চাই না। এখন শুধু অভিনয়ে মনোযোগী থাকবো। নির্মাণের জন্য যখন সময়টাকে উপযুক্ত মনে হবে তখন ঠিকই আবার ক্যামেরার পিছনে কাজ শুরু করবো। আলাপনের শেষ পর্যায়ে এই পর্দা কন্যা সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। ঈদে গরীব-অসহায়দের পাশে দাঁড়ানোর জন্যও আহবান করেন। তিনি আরো বলেন, ঈদের সময় অনেক এতিম শিশু আছে যারা আমাদের একটু ভালোবাসা-আদর পেলেই খুশি। সামর্থ অনুযায়ী সহযোগিতা করলে তাদেরও ঈদটা আনন্দে কেটে যাবে। সবার সঙ্গে ঈদের খুশি ভাগ করতে পারবে। সত্যি বলতে আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে এলে তাদের এগিয়ে যাওয়া অনেক সহজ হয়ে যাবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status