অনলাইন

ফেনীতে ওবায়দুল কাদের

‘নির্বাচনে আমরা সেনা মোতায়েনের বিরুদ্ধে নই’

নাজমুল হক শামীম, ফেনী প্রতিনিধি

১৫ জুন ২০১৮, শুক্রবার, ১:৩৫ পূর্বাহ্ন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সেনাবাহিনী মোতায়েনের বিরুদ্ধে না। শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলওয়ে ওভারপাস নির্মান কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেনাবাহিনী মোতায়েনের আমরা বিরুদ্ধে নই। সেনাবাহিনী মেতায়েন হবে প্রয়োজন অনুসারে। সেনাবাহিনী মোতায়েন নির্বাচন কমিশনের এখতিয়ারে নেই। প্রতিরক্ষা মন্ত্রনালয় আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে পড়ে না। সেনাবাহিনী একটা স্বতন্ত্র আলাদা বিষয়। সেনাবাহিনী থাকলেও স্ট্রাইকিং ফোর্স হিসেবেই থাকবে।’

ওভারপাস নির্মান কাজের অগ্রগতি পরিদের্শনের সময় জেলা প্রশাসক মনোজ কুমার রায়, পুলিশ সুপার এসএম জাহাঙ্গির আলম, সদর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম মিয়াজি স্বপন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল প্রমুখ উপস্থিত ছিলেন।


সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী ঈদযাত্রা প্রসঙ্গে বলেন, ‘এবারকার ঈদ যাত্রা নিয়ে প্রথমে আতঙ্ক থাকলেও শেষ পর্যন্ত আশংকা অমূলক বলে প্রমানিত হয়েছে। অন্য যে কোন বারের চেয়ে বিড়ম্বনাবিহীন পরিবেশে মানুষ স্বস্তিতে নির্দিষ্ট সময়ের পূর্বে বাড়ি ফিরে গেছে। ফিরতি পথেও কোন প্রতিবন্ধকতা থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status