অনলাইন

বগুড়ায় মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি

১৫ জুন ২০১৮, শুক্রবার, ১১:৩৭ পূর্বাহ্ন

প্রতিকী ছবি

বগুড়ায় পুলিশের তালিকাভুক্ত অন্যতম মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি রেজাউল করিম ওরফে ডিপজলের (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলি ও ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, ‘দুর্বৃত্তদের গোলাগুলিতে ওই মাদক ব্যবসায়ী আহত হয়। পরে খবর পেয়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন’।
বৃহস্পতিবার (১৪ই জুন) দিবাগত রাত ২ টার দিকে শহরের মালগ্রাম ছিলিমপুর নতুন বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
জেলার অতিরিক্তি পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন জানান, ওই এলাকায় গোলাগুলি হচ্ছে এমন সংবাদ পেয়ে সদর থানা পুলিশের কয়েকটি টহল টিম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্রুত সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থলে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ পড়ে থাকতে দেখা যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে শজিমেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, শহরের মালগ্রাম উত্তরপাড়ার আব্দুল মান্নানের ছেলে তিনি। তার বিরুদ্ধে সদর থানায় মাদক, অস্ত্র, বিশেষ ক্ষমতা আইনেসহ মোট ১০ টি মামলা রয়েছে। ২০১৭ সালের ৮ মার্চ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক সদস্যকে কর্তব্যরত অবস্থায় তিনি ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছিল। তিনি এলাকায় মাদক স¤্রাট নামে সর্বাধিক পরিচিত।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status