খেলা

সিলেটে কামরান-আরিফের প্রীতি ফুটবল ম্যাচ ড্র

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৫ জুন ২০১৮, শুক্রবার, ১০:০৭ পূর্বাহ্ন

হারেননি কামরান। জিতেননি আরিফও। দুই জনের ম্যাচ হয়েছে ড্র। তবে- জিতেছে ফুটবল। সিলেট জেলা স্টেডিয়ামে বুধবার রাতে ফ্ল্যাডলাইটের আলোয় ব্রাজিল-আর্জেন্টিনার মধ্য এ প্রীতিম্যাচ অনুষ্টিত হয়। খেলাটির আয়োজন করেছিল সিলেট ক্রীড়া লেখক সমিতি। সিলেটের পেশাজীবি সংগঠনের নেতাদের অংশগ্রহণের এই ম্যাচে আর্জেন্টিনার অধিনায়ক ছিলেন সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। আর ব্রাজিল দলের অধিনায়ক ছিলেন বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। হাজারো দর্শকের করতালির মধ্য দিয়ে ফুটবল ম্যাচে অংশ নেন সিলেটের সাংবাদিক, আইনজীবি, জনপ্রতিনিধি সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাত পৌনে ১২ টার দিকে শুরু হয় খেলা। এর মধ্যে আর্জেন্টিনা দলের অধিনায়ক কামরান মাঠের পরিচয়পর্ব শেষ করে গ্যালারীতে বসে নিজ দলের খেলা উপভোগ করেন। ব্রাজিলের অধিনায়ক সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নিজ দলের হয়ে প্রথমার্ধ্বে মাঠে থেকেই খেলেন। এ সময় প্রীতি ম্যাচের ট্রফির স্পন্সর করেন সিলেট ক্রিকেটার্স অ্যাসোসিয়শনের সভাপতি রেজাউল করিম নাচন। ম্যাচটি এক এক গোলে ড্র হওয়ায় উভয় দলের অধিনায়কের পরামর্শে আগামী ফুটবল ম্যাচের জন্য ট্রফিটি সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিমের কাছে রাখা হয়। প্রীতি ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন আক্কাছ উদ্দিন। প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলের হয়ে খেলায় অংশ নেন- মেয়র আরিফুল হক চৌধুরী (অধিনায়ক),আসাদ উদ্দিন আহমদ, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মিশফাক আহমদ মিশু, আমিনুল ইসলাম লিটন, সাংবাদিক ওয়েছ খছরু, মইন উদ্দিন মঞ্জু, রুবেল আহমদ নান্না, রেজাউল করীম নাচন, জাতীয় দলের সাবেক স্ট্রাইকার ওয়াহেদ আহমদ, শাহাজ উদ্দিন টিপু, মারুফ আহমদ, খালেদ আহমদ, জাহেদ আহমদ। আর্জেন্টিনার পক্ষে খেলায় অংশ নেন- বদর উদ্দিন আহমদ কামরান (অধিনায়ক), মইনুল ইসলাম বুলবুল, ইকরামুল কবীর ইকু, লিয়াকত শাহ ফরিদি, মান্না চৌধুরী, আব্দুল আলিম শাহ, আজাদুর রহমান চঞ্চল, মঞ্জুর আহমদ, আহবাব মোস্তফা খান, সিরাজ উদ্দিন, শিব্বির আহমদ, মিলন আহমদ, মিলন খান। খেলাটি সার্বিক তত্ত্বাবধায়ক ছিলেন সিলেট ক্রীড়া লেখক সমিতির সভাপতি মান্না চৌধুরী ও সাধারন সম্পাদক আহবাব মোস্তাফা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status