দেশ বিদেশ

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থনযোগ্য নয়- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

স্টাফ রিপোর্টার

১৫ জুন ২০১৮, শুক্রবার, ৯:৪৮ পূর্বাহ্ন

দেশজুড়ে মাদক নির্মূলে বন্দুকযুদ্ধের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। এ ছাড়া খালেদা জিয়ার চিকিৎসার জন্য প্যারোলে মুক্তির বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন যে বক্তব্য দিয়েছেন তা একান্তই তার ব্যক্তিগত মত বলে জানিয়েছেন জয়নুল আবেদীন। দলীয় ফোরামে এ নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি।
গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সমিতির পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জয়নুল আবেদীন বলেন, ‘আমরা জানতে পেরেছি ইতিমধ্যে প্রায় ২০০ জনের বেশি নাগরিককে বিনা বিচারে বন্দুকযুদ্ধের নামে হত্যা করা হয়েছে। অনেক নিরীহ ব্যক্তিকেও জীবন দিতে হয়েছে। এটা কোনো সভ্য দেশ ও জাতির কাম্য হতে পারে না।’ তিনি বলেন, ‘রাঘববোয়াল যারা এই ব্যবসা করে সরকারের ছত্রছায়ায় গডফাদার হয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিগণ ইতিমধ্যে দেশের বাইরে চলে গেছে।’
তিনি বলেন, ‘আমরা চাই বাংলাদেশ মাদকমুক্ত হোক। কিন্তু তা অবশ্যই আইন মোতাবেক হতে হবে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে নয়। দেশের আইন-আদালত বিচারের জন্য এবং একজন নাগরিক আইন মোতাবেক বিচার পাওয়ার অধিকারী।’ তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর কাজই হচ্ছে অপরাধীকে আইন আদালতে সোপর্দ করা। বন্দুকযুদ্ধের নামে বিনা বিচারে হত্যা করা নয়।’ জয়নুল আবেদীন বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা বাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী। এই বাহিনীকে বেআইনি কর্মকাণ্ডে ব্যবহার করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।’ তিনি বলেন, ‘কারা এই মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত তা সরকারের কর্তা ব্যক্তিরা ভালো করেই জানেন। আমরা চাই মাদকমুক্ত সমাজ। কিন্তু তার অর্থ এই নয়, বর্তমানে যেভাবে বন্দুকযুদ্ধের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।’ জয়নুল আবেদীন বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে নয়, প্রকৃত মাদক ব্যবসায়ী ও গডফাদার এবং এর সঙ্গে সম্পৃক্ত সকল ব্যক্তিকে আইনের কাছে সোপর্দ করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।’ সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, বিনা বিচারে হত্যা সংবিধান, মানবাধিকার ও আইনের লঙ্ঘন। সুপ্রিম কোর্ট ও সংবিধান অনুসারে বিনা বিচারে কাউকে হত্যা করা অপরাধ। সরকার সংবিধান ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।’
এদিকে মানবিক বিবেচনায় খালেদা জিয়ার প্যারোলে মুক্তির দাবি করে বিএনপির ভাইস চেয়ারম্যান ও তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বুধবার যে বক্তব্য দিয়েছেন তা তার ব্যক্তিগত মত বলে গতকাল সংবাদ সম্মেলনে জানান জয়নুল আবেদীন। তিনি বলেন, ‘গতকাল (বুধবার) আমাদের একজন আইনজীবী (খন্দকার) যে কথা বলেছেন, আমরা মনে করি এটি তার ব্যক্তিগত মতামত। আইনজীবী সমিতি হিসেবে আমরা এরকম মনে করি না। তার এই ব্যক্তিগত মতামতের ওপরে আমরা কোনো বক্তব্য দিতে চাই না। আমাদের জোর দাবি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের কথা চিন্তা করে, তার মানবাধিকারের কথা চিন্তা করে তাকে অন্ধকার কারান্তরীণ থেকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হোক।’ সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। তার জীবন বাঁচানোর প্রয়োজনে হয়তো তিনি (খন্দকার মাহবুব) প্যারোলে মুক্তির কথা বলেছেন। এটি তার ব্যক্তিগত মতামত।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status