বিনোদন

ঈদে ‘কানসূতা ০০১’

স্টাফ রিপোর্টার

১৪ জুন ২০১৮, বৃহস্পতিবার, ১১:১৭ পূর্বাহ্ন

গত ৬ই এপ্রিল রাজধানীর ছায়ানট ভবন মিলনায়তনে ‘কানসূতা’র প্রথম পর্বের রেকর্ড করা গানের খসড়া সংস্করণ মুখোমুখি শুনেছেন শ্রোতা আর শিল্পী, দিয়েছেন অনুপ্রেরণা ও উৎসাহ। সেই অসাধারণ অভিজ্ঞতার পর এবার ঈদে চুড়ান্তভাবে প্রকাশ পাচ্ছে ‘কানসূতা ০০১’। এনামুল করিম নির্ঝরের লেখা ও সুর করা গানের সংগীতায়োজন করেছেন অর্ক সুমন। গানগুলোয় কণ্ঠ দিয়েছেন আরমীন, অর্ক ও জয়িতা। তরুণ এই তিনজন শিল্পীর গাওয়া ১৫টি গানের এই সংকলন শোনা যাবে বাংলাদেশের জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, রবি স্প্ল্যাস আর ভারতের টাইমস মিউজিক এবং গানশালার ইউটিউব চ্যানেলে। এনামুল করিম নির্ঝর এ বিষয়গুলো জানিয়েছেন। তিনি আরও জানান, সংগীত ও অন্য সৃজনশীলদের যুক্ত করতে ‘এক নির্ঝরের গান’ একটা প্রক্রিয়া হিসেবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। গানশালার প্রযোজনায়, শিল্পী ও শ্রোতার সেতুবন্ধন গড়তে ঢাকা ও কলকাতার তরুণ শিল্পীদের নিয়ে অনেক গান তৈরি হচ্ছে। এক নির্ঝরের গানের এবারের আয়োজনের লক্ষ্য, কানে গানে বোঝাপড়া। উল্লেখ্য, এনামুল করিম নির্ঝর একজন স্থপতি, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার ও সুরকার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status