বাংলাদেশ কর্নার

বিশ্বকাপে অফসাইডের নতুন নির্দেশনা

স্পোর্টস ডেস্ক

১৪ জুন ২০১৮, বৃহস্পতিবার, ১০:৫৫ পূর্বাহ্ন

রাশিয়া বিশ্বকাপে অফসাইড নিয়ে নতুন নির্দেশনা দেয়া হয়েছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) পক্ষ থেকে। অল্পের জন্য অফসাইড হচ্ছে কিংবা হচ্ছে না এমন পরিস্থিতিতে সহকারী রেফারিদের পতাকা না উঠানোর জন্য নির্দেশনা দিয়েছে তারা। এই সিদ্ধান্ত নেয়া হয়েছে মূলত ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সুবিধার জন্য। যাতে পরবর্তীতে ভিডিও দেখে তারা সহজে সিদ্ধান্ত দিতে পারেন। এ বিষয়ে ফিফা এক বিবৃতিতে জানায়, ভালো আক্রমণের সময় তাদের পতাকা নিচে রাখতে বলা হয়েছে। কারণ ঐ সময় রেফারি তার পতাকা উঠালে সব থেমে যাবে। যদি সহকারী রেফারি তার পতাকা নিচে রাখেন এবং গোল হয়ে যায়, তখন প্রতিপক্ষ দল যদি এ গোলের বিপক্ষে কোনো আবেদন করে তাহলে প্রযুক্তি ব্যবহার করে পুনরায় সেটি ভালোভাবে দেখা সম্ভব হবে। পরে ফিফা রেফারি কমিটির চেয়ারম্যান পিয়েরলুইজি কোলিনা আরো বলেন, আপনি যদি দেখেন সহকারী রেফারি পতাকা উঠাচ্ছেন না, তবে সেটাকে ভুল মনে করবেন না। বুঝবেন তিনি নির্দেশনাকে সম্মান জানাচ্ছেন। ফুটবলে কিছু নিয়ম আছে, যা নিয়ে প্রায়ই বিতর্ক দেখা দেয়। এর কারণ ম্যাচে রেফারির একচ্ছত্র আধিপত্য। বেশ কিছু নিয়মেই বলা আছে, রেফারি চাইলে মাঠে সব ধরনের সিদ্ধান্ত নিতে পারেন। রেফারির কিছু বিতর্ক সিদ্ধান্ত ঠেকাতে এবারের বিশ্বকাপেই প্রথমবারের মতো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পদ্ধতি ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে অফসাইডও মাঠের ফলাফলের উপর অনেক প্রভাব পেলে। যেমন যিনি গোলপোস্টে শট নিচ্ছেন, তার সতীর্থ ঐ সময় কোথায় আছেন, তার প্রতিক্রিয়া কী, এসব দেখে সাধারণত অফসাইডের সিদ্ধান্ত নেয়া হয়। কেউ যদি গোলের কাছে ‘অফসাইড’ হয়ে দাঁড়িয়ে থাকেন কিন্তু বলের দিকে কোনো প্রতিক্রিয়া নেই, তখন তার সতীর্থ জালে বল পাঠিয়ে দিলে সেটা অফসাইড হবে না। এইসব বিষয় সম্পূর্ণভাবে বুঝাতে মূলত ‘ক্লোজ কলে’ সহকারী রেফারি তার পতাকা উঠাবেন না। খেলা চলতে থাকলেও পরে ভিডিও দেখে যে কোনো সিদ্ধান্ত নেয়া সহজ হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status