বাংলারজমিন

চট্টগ্রামে রেলের টিকিটসহ ৪ কালোবাজারি গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি

১৪ জুন ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪৬ পূর্বাহ্ন

চট্টগ্রাম মহানগরীর কোতয়ালী থানার কদমতলি রেলস্টেশনের নিকটবর্তি নিউমার্কেটের সামনে থেকে ৪৩ আসনের ১৯টি টিকিটসহ চার কালোবাজারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ইলিয়াস খান। গ্রেপ্তার চার কালোবাজারি হলেন- শাহ আলম ওরফে জামাই শাহ আলম (৩৬), প্রদীপ পাল (৪০), মো. শাহ আলম (৪৮) ও দেলোয়ার হোসেন ওরফে হাসান (৩৮)। এদের মধ্যে শাহ আলম ও দেলোয়ারকে গত বছর ঈদের সময়ও টিকিট কালোবাজারির দায়ে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানান ইলিয়াস খান। ইলিয়াস খান জানান, গ্রেপ্তার চার জনের কাছ থেকে সোনার বাংলা, তূর্ণা একপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস ও মহানগর গোধূলী ট্রেনের ১৯টি টিকিট পাওয়া গেছে। এসব টিকিটে ১৪ই জুন থেকে ১৯শে জুন পর্যন্ত সময়ে বিভিন্ন ট্রেনের ৪৩টি আসন বরাদ্দ ছিল।
ইলিয়াস খান বলেন, নিউমার্কেটের সামনে টিকেটগুলো বিক্রির জন্য তারা অপেক্ষা করছিল। খবর পেয়ে আমরা সেখানে গেলে শাহ আলম ও প্রদীপ পাল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ধাওয়া দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী নিউমার্কেটের সামনে স্টেশন রোডের প্যারামাউন্ট স্টোরের গলি থেকে বাকি দু‘জনকে গ্রেপ্তার করা হয়। তাদের সবার কাছেই টিকিট পাওয়া গেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status