বাংলারজমিন

লোডশেডিংয়ের কবল থেকে মুক্তি পেলো ওসমানীনগরবাসী

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

১৪ জুন ২০১৮, বৃহস্পতিবার, ৯:২০ পূর্বাহ্ন

পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ের কবল থেকে স্থায়ীভাবে মুক্তি পেয়েছেন সিলেটের ওসমানীনগর উপজেলাবাসী। গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বিয়ানিবাজার চোড়খাই ৮০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র চালুর মাধ্যমে ওসমানীনগর উপজেলাবাসী ভয়াবহ লোডশেডিংয়ের কবল থেকে মুক্ত হলেন। পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ ওসমানীনগরের খাশিকাপন জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এত দিন ওসমানীনগরে উপজেলার সঙ্গে কুমারগাঁও গ্রিডে বিয়ানীবাজারসহ সিলেটের উত্তরাঞ্চলের সবগুলো উপজেলাতে সঞ্চালন লাইন থেকে বিদ্যুৎ সরবরাহ করা হতো। যার কারণে চাহিদা বেশি হওয়ায় গ্রিড লাইন থেকে চাহিদার চেয়ে কম বিদ্যুৎ দেয়া হতো; সে কারণে বাধ্য হয়ে আমরা লোডশেডিং করতাম। ১২ই মে সন্ধ্যার পর সিলেটের বিয়ানীবাজার চাড়খাই ৮০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি চালু হওয়ায় সেই কেন্দ্রের আওতায় বিয়ানীবাজার-চোড়খাই গ্রিড লাইন থেকে বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, জকিগঞ্জসহ ১৩টি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এতে করে কুমারগাঁও গ্রিড লাইনে আর কোনো চাপ থাকবে না বিধায় ওসমানীনগর উপজেলায় আর কোনো দিন লোডশেডিং হবে না। প্রাকৃতিক দুর্যোগ কিংবা গ্রিড লাইনে কোনো বিপর্যয় ছাড়া ওসমানীনগরে বিদ্যুতের চাহিদার জন্য কোনো লোডশেডিং হবে না বলে ও তিনি জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status