খেলা

২০২৬ বিশ্বকাপের আয়োজক ঘোষণা আজ

স্পোর্টস ডেস্ক

১৩ জুন ২০১৮, বুধবার, ১০:১৬ পূর্বাহ্ন

আগামীকাল ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ বিশ্বকাপ আসরের পর্দা উঠছে। তার আগে ২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশের নাম ঘোষণা করতে যাচ্ছে ফিফা। উত্তর আমেরিকা নাকি মরক্কোর হাত ধরে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফিরবে আফ্রিকায় তা নির্ধারিত হবে ২০৭ ফিফা সদস্যের ভোটে। মস্কোতে আজ ফিফার কংগ্রেসে এর উত্তর জানা যাবে। ২০২৬ বিশ্বকাপের আয়োজক হওয়ার দৌড়ে মরক্কোর প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ উত্তর আমেরিকা বিড। ২০২২ আসর বসবে কাতারে। ২০২৬ বিশ্বকাপ নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহের শেষ নেই। এই আসর দিয়ে প্রথমবারের মতো দেখা যাবে ৪৮ দলের বিশ্বকাপ। বর্তমান ফরমেট থেকে দলের সংখ্যা বাড়বে ১৬টি। ২০১০ বিশ্বকাপ দিয়ে ইতিহাস গড়ে দক্ষিণ আফ্রিকা। প্রথমবারের মতো আফ্রিকা মহাদেশে বিশ্বকাপ আসর অনুষ্ঠিত হয়। ১৯৯৪ বিশ্বকাপ এককভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র। এবার কানাডা ও মেক্সিকোকে নিয়ে যৌথভাবে ২০২৬ বিশ্বকাপ আয়োজন করতে মরিয়া তারা। রাশিয়া বিশ্বকাপে দেখা যাবে না বাছাইপর্বে বাদ পড়া যুক্তরাষ্ট্রকে। ‘বি’ গ্রুপে পর্তুগাল, স্পেন ও ইরানের বিপক্ষে খেলবে মরক্কো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status