খেলা

ফাইনালের চেয়েও গুরুত্বপূর্ণ আইসল্যান্ড ম্যাচ

স্পোর্টস ডেস্ক

১৩ জুন ২০১৮, বুধবার, ১০:১৪ পূর্বাহ্ন

২০১৬ ইউয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে (ইউরো) অভিষেকেই কোয়ার্টার ফাইনালে উঠে চমকে দেয় আইসল্যান্ড। এবার নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবার বিশ্বকাপ খেলতে নামছে ইউরোপের দেশটি। প্রথম ম্যাচেই আইসল্যান্ডের প্রতিপক্ষ গত আসরের রানার্সআপ লিওনেল মেসির আর্জেন্টিনা। উত্তরসূরিদের সতর্কই করে দিয়েছেন জর্জ বুরুশাগা। ৮৬’র বিশ্বকাপ জয়ী সাবেক এই আর্জেন্টাইন তারকার চোখে ফাইনালের চেয়েও মেসিদের জন্য বেশি গুরুত্বপূর্ণ গ্রুপ পর্বের প্রথম ম্যাচটি। এর পেছনে যুক্তি দেখিয়ে বুরুশাগা বলেন, ‘প্রথম ম্যাচেই দলের সামর্থ্য ও সম্ভাবনা জানা যাবে। তাই গ্রুপ পর্বের প্রথম ম্যাচটাই আর্জেন্টিনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এমনকি ফাইনালের চেয়েও। আমরা এবার শিরোপার অন্যতম দাবিদার। দলে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়রা রয়েছে। তবে প্রথম ম্যাচ থেকেই আত্মবিশ্বাস নিতে হবে। সেখান থেকেই দলের শক্তিমত্তার নিশ্চয়তা পাওয়া যাবে।’ দিয়েগো ম্যারাডোনার হাত ধরে ১৯৮৬ বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। তৎকালীন পশ্চিম জার্মানির বিপক্ষে ফাইনালে গোল করেছিলেন বুরুশাগা। আকাশী-নীল জার্সিতে দলকে পরের আসরে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। আর্জেন্টিনার হয়ে ৫৭ ম্যাচে ১৩ গোল করেন অ্যাটকিং মিডফিল্ডার ও স্ট্রাইকার পজিশনে খেলার সামর্থ্য রাখা বুরুশাগা। রাশিয়ায় শিরোপা মিশনে নামা মেসিদের প্রতি তার উপদেশ আইসল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ থেকেই সেরাটা ঢেলে দিতে হবে। মস্কোতে আগামী ১৬ই জুন ‘ডি’ গ্রুপের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। গ্রুপের অপর দুই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status