খেলা

উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন রোনাল্ডো

স্পোর্টস ডেস্ক

১৩ জুন ২০১৮, বুধবার, ১০:১৪ পূর্বাহ্ন

আর একদিন পর স্বাগতিক রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বিশ্বকাপ ফুটবলের ২১তম আসরের। উদ্বোধনী ম্যাচের আগে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হবে। সেখানে উপস্থিত থাকবেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনাল্ডো ডি লিমা, পপশিল্পী রবি উইলিয়ামস এবং রাশিয়ান গায়িকা আইদা গারিফুলিনা। ব্রাজিলের বিশ্বকাপ জয়ী সাবেক তারকা ফুটবলার রোনাল্ডো ফিফা ডট কমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, উদ্বোধনী ম্যাচ সবসময়ই একটি প্রতীকী ম্যাচ। এটা এমন একটি মুহূর্ত, যখন আপনি বুঝতে পারেন যে মুহূর্তটির জন্য একজন ফুটবলপ্রেমী কিংবা একজন ফুটবলারকে চার বছর ধরে অপেক্ষা করতে হয়েছে। অবশেষে তা এসেছে। কেউ জানে না টুর্নামেন্টের এই চার সপ্তাহে কি হবে, কিন্তু সবাই এ ব্যাপারে নিশ্চিত যে এটা স্মরণীয় হবে। দ্য ফেনোমেনন খ্যাত রোনাল্ডো আরো বলেন, অবশ্যই এটা আয়োজক রাশিয়ার জন্য আবেগের একটি মঞ্চ। এতদিনের কঠোর পরিশ্রমের পর শেষ পর্যন্ত আপনার ঘরে সারা পৃথিবীর ফুটবলপ্রেমীরা জড়ো হবে, যারা সত্যিই ফুটবলকে ভালোবাসে। আমি সেটা চার বছর আগে ব্রাজিলে অনুভব করেছি এবং এখন আমি সেই আনন্দটা রাশিয়ানদের সঙ্গে ভাগাভাগি করতে পারবো বলে আনন্দিত বোধ করছি। অন্যদিকে শারীরিক অসুস্থতার কারণে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী ম্যাচে থাকতে পারবেন না আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status