দেশ বিদেশ

বাংলাদেশে খুব শিগগিরই গণতন্ত্রের সূর্যোদয় হবে

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে

১৩ জুন ২০১৮, বুধবার, ৯:৪৮ পূর্বাহ্ন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগামী সংসদ নির্বাচন এবং আন্দোলনে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের উজ্জীবিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সবাইকে ধৈর্য এবং ঐক্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। বাংলাদেশে খুব শিগগিরই গণতন্ত্রের সূর্যোদয় হবে। এ সময় তিনি আরো বলেন, সকল দলের অংশগ্রহণে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা আশাবাদী। কিন্তু এখন পর্যন্ত অবাধ, পক্ষপাতশূন্য, সুষ্ঠু নির্বাচনের পরিবশে সৃষ্টি হয়নি। ১২ই জুন মঙ্গলবার সকাল ১১টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের মানিকপুরস্থ মওদুদ আহমদ’র বাসভবনে উপজেলার চরহাজারী ইউনিনের তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন। চরহাজারী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরনবী বাবুল’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবদুল কালাম আজাদ’র সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী আবদুল হাই সেলিম, সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, পৌর বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী,সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, উপজেলা যুবদলের সভাপতি আবদুল মতিন লিটন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, পৌর যুবদলের সভাপতি শওকত হোসেন সগির, উপজেলা ছাত্রদলের সভাপতি ফজলুল কবির ফয়সল,সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন, সাংগঠনিক সম্পাদক আতোয়ার হোসেন পাবেল,সরকারি মুজিব কলেজ ছাত্রদলের সহ-সভাপতি হোসেন মোহাম্মদ এরশাদ প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status