খেলা

নতুন রানী হালেপ

স্পোর্টস ডেস্ক

১২ জুন ২০১৮, মঙ্গলবার, ১০:১৪ পূর্বাহ্ন

ফরাসি ওপেনের নারী এককের শিরোপা জিতলেন সিমোনা হালেপ। এটি তার ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা। শনিবার ফাইনালে ২৬ বছর বয়সী হালেপের প্রতিপক্ষ ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিস তারকা স্লোয়ান স্টিফেনস। আসরের দশম বাছাই এই খেলোয়াড়কে ৩-৬, ৬-৪ ও ৬-১ গেমে হারান হালেপ। তবে প্রথম সেটটি তিনি হেরে গিয়েছিলেন। পরের সেটে ফিরে এসে টানা দুই সেট জিতে ফরাসি ওপেন নিজের করে নেন হালেপ। এর আগেও দুইবার ২০১৪ ও ২০১৭ ফরাসি ওপেনের ফাইনালে উঠেছিলেন রুমানিয়ার এই টেনিস খেলোয়াড়। কিন্তু দু’বারই হৃদয়ভঙ্গের বেদনা নিয়ে ফিরতে হয়েছিল তাকে। চলতি বছরের উইম্বলডন ওপেনের ফাইনালে উঠেও ক্যারোলিন উজনিয়াকির কাছে হেরে শিরোপা বঞ্চিত হন হালেপ। তবে আসরের টানা দ্বিতীয় ফাইনালে আর হতাশ হতে হয়নি বর্তমানে নারী এককের র?্যাঙ্কিংয়ে এক নম্বর তারকাকে। চতুর্থবারে এসে শিরোপা হাতে নিতে পেরে আনন্দে আত্মহারা হালেপ বলে, আমার পক্ষে যা করা সম্ভব ছিল সব করেছি। এমন জয়ের অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। এক কথায় অসাধারণ লাগছে আমার। যে সময় থেকে খেলা শুরু করেছিলাম তখন থেকেই আমার স্বপ্ন ছিলো গ্রান্ড স্ল্যাম আসরের শিরোপা জেতা। অন্যদিকে আমেরিকান তারকা স্লোয়ান স্টিফেনসের এটা ছিলো ক্যারিয়ারের দ্বিতীয় গ্রান্ড স্ল্যাম ফাইনাল। গত বছর ইউএস ওপেনের শিরোপা জেতেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status