দেশ বিদেশ

কাইয়ুম-হাসানের পদত্যাগ চেয়েছেন ৩১ নেতা

স্টাফ রিপোর্টার

১২ জুন ২০১৮, মঙ্গলবার, ৯:৫৮ পূর্বাহ্ন

৬৬ সদস্যবিশিষ্ট ঢাকা মহানগর উত্তর বিএনপির ৩১ জন নেতা সভাপতি এমএ কাইয়ুম ও সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানের পরিবর্তে নতুন নেতৃত্বের দাবি জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করার প্রয়োজনে এবং মহানগর উত্তর বিএনপির থানা-ওয়ার্ড কমিটি গঠনে স্বেচ্ছাচারিতার প্রতিবাদে তারা এ দাবি জানান। গতকাল সকালে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা এমএ কাইয়ুম ও আহসান উল্লাহ হাসানের ছবি পোড়ান। সেই সঙ্গে তারা লিখিত বক্তব্যের মাধ্যমে সুনির্দিষ্ট চারটি কর্মসূচিও ঘোষণা করেন। কর্মসূচিগুলো হচ্ছে- মহানগরের সংখ্যাগরিষ্ঠ নেতাদের সমন্বয়ে সকল থানা ও ওয়ার্ডের নেতাকর্মীকে সঙ্গে নিয়ে চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলন অব্যাহত রাখা, সংখ্যাগরিষ্ঠ নেতাদের সিদ্ধান্ত অগ্রাহ্য এবং যোগ্য ও ত্যাগী নেতাদের বঞ্চিত করে অর্থের বিনিময়ে পদবিক্রয়কারী এমএ কাইয়ুম ও আহসান উল্লাহ হাসানের পদ থেকে অব্যাহতি না হওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত রাখা, অবিলম্বে মহানগর উত্তর বিএনপির ঘোষিত থানা ও ওয়ার্ড কমিটিগুলো স্থগিত করে তা পুনরায় গঠন এবং মহাসচিবের সঙ্গে বৈঠক পরবর্তী সংখ্যাগরিষ্ঠের মতামত অনুযায়ী প্রতিটি থানা ও ওয়ার্ডে যোগ্য-ত্যাগী নেতাদের নিয়ে নতুন কমিটি ঘোষণা করা। তারা অভিযোগ করেন- নিরঙ্কুশ স্বেচ্ছাচারিতা, দলীয় ফোরামের মতামতকে অগ্রাহ্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দোহাই দিয়ে এসব কমিটি গঠন করা হয়েছে। তারা জানান, মহানগর উত্তরের সংখ্যাগরিষ্ঠ নেতারা স্বাক্ষরের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সবকিছু অবহিত করে ঘোষিত কমিটি স্থগিত এবং পুনরায় কমিটি গঠনের অনুরোধ জানিয়েছেন। নেতারা অঙ্গীকার করেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির সংগ্রামই তাদের মূললক্ষ্য এবং সে লক্ষ্যকে স্থির রেখেই তারা তাদের নিয়মতান্ত্রিক কর্মসূচি চলমান রাখবেন। এর আগে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। সমাবেশ থেকে মহানগর উত্তর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি করা হয়। কমিটি গঠনে অনিয়মের অভিযোগ এনে ৬ই জুন স্থগিত করে নতুন কমিটির দাবিতে বিক্ষুব্ধ মহানগরের নেতাকর্মীরা তিনদিনের আলটিমেটাম দিয়েছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status