বাংলারজমিন

নিকলীতে জাল নোট ও সরঞ্জামসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে

১২ জুন ২০১৮, মঙ্গলবার, ৯:৪২ পূর্বাহ্ন

নিকলীতে জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ সুমন আহাম্মদ (২০) নামে জাল নোট চক্রের সক্রিয় এক সদস্যকে আটক করেছে র‌্যাব। রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার আলিয়াপাড়া বড়কান্দা এলাকায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় আটক হওয়া সুমন আহাম্মদের কাছ থেকে ১৬টি একশ’ টাকা মূল্যমানের জাল নোট ও জাল নোট ছাপানোর কাজে ব্যবহৃত কালার প্রিন্টার উদ্ধার করা হয়। আটক হওয়া সুমন আহাম্মদ করিমগঞ্জ উপজেলার দড়ি গাঙ্গাটিয়া গ্রামের মহরম আলীর ছেলে। র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (কোম্পানী অধিনায়ক) লে. এম শোভন খান, (এস), বিএন জানান, ঈদুল ফিতরকে সামনে রেখে একটি চক্রের জাল টাকা তৈরি ও বাজারজাত করার চেষ্টার গোপন সংবাদে রোববার সন্ধ্যায় নিকলী উপজেলার আলিয়াপাড়া বড়কান্দা এলাকায় কিশোরগঞ্জ ক্যাম্পের একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় জাল নোট চক্রের সক্রিয় সদস্য সুমন আহাম্মদকে ছাপানো জাল নোট ও জাল নোট ছাপানোর কাজে ব্যবহৃত কালার প্রিন্টারসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে নিকলী থানায় মামলা দায়ের করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status