অনলাইন

গাইবান্ধায় সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত ৫ কোটি টাকার মানহানীর মামলা খারিজ

উত্তরাঞ্চল প্রতিনিধি

১১ জুন ২০১৮, সোমবার, ৪:১৩ পূর্বাহ্ন

গাইবান্ধায় একুশে টেলিভিশনের সাবেক প্রতিনিধি, দৈনিক মানবজমিন পত্রিকার উত্তরাঞ্চল প্রতিনিধি ও গাইবান্ধা প্রেসক্লাবের যুগ্ম সাধারই সম্পাদক সিদ্দিক আলম দয়ালসহ ৭ জনের বিরুদ্ধে দায়েরকৃত ৫ কোটি টাকার মানহানীর মামলা খারিজ করে দিয়েছেন আদালত। আজ সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রমেশ কুমার দাগা এ আদেশ দিয়েছেন।
মামলার বিবরণে বলা হয়, আওয়ামী লীগ নেতা ও পলাশবাড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোকসেদ চৌধুরী বিদ্যুৎ এর বিরুদ্ধে একুশে টেলিভিশনের একুশের চোখ অনুষ্ঠানে দুর্নীতি ও অনিয়মের তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে তিনি ক্ষুদ্ধ হয়ে ২০১০ সালের ২২শে ডিসেম্বর একুশের চোখ এর প্রতিবেদক সাজেদ রোমেল, ইটিভির তৎকালীন গাইবান্ধা প্রতিনিধি সিদ্দিক আলম দয়ালসহ ৭ জনের বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
র্দীর্ঘ ৮ বছর চলার পর আজ বাদী কর্তৃক আদালতে প্রেস বিঞ্জপ্তি দাখিল না করায় ২০৪ এর ৩ ধারায় গাইবান্ধার আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রমেশ কুমার দাগা মামলাটি খারিজের আদেশ দেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status