ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

আর্জেন্টিনার চারজন পেলেন আগের জার্সি

স্পোর্টস ডেস্ক

৩১ মে ২০১৮, বৃহস্পতিবার, ১০:১০ পূর্বাহ্ন

এবারের রাশিয়া বিশ্বকাপের আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা কে কত নম্বর জার্সি গায়ে মাঠে নামবেন সেটা প্রকাশ করেছে দেশটির ফুটবল ফেডারেশন। মঙ্গলবার অফিসিয়ালভাবে দলের জার্সি নম্বর উন্মোচন করা হয়। গত বিশ্বকাপে খেলা সাতজন ফুটবলার রয়েছেন এবারের আর্জেন্টিনা দলে। তবে এর মধ্যে মাত্র চারজন ফুটবলার মাঠে নামবেন গত আসরে পাওয়া একই নম্বরের জার্সি পরে। এরা হলেন, গঞ্জালো হিগুয়াইন, লিওনেল মেসি, হাভিয়ের মাশ্চেরানো ও মার্কোস রোহো। ব্রাজিল বিশ্বকাপে খেলা সাতজন ফুটবলার হলেন, লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়াইন, মার্কোস রোহো, হাভিয়ের মাশ্চেরানো, লুকাস বিলিয়া ও অ্যাঙ্গেল ডি মারিয়া। অবশ্য গত বিশ্বকাপে আর্জেন্টিনা দলে থাকা নিয়মিত গোলরক্ষক সার্জিও রোমেরো এবারের চূড়ান্ত একাদশে থাকলেও পরে ইনজুরির কারণে ছিটকে যান। তার পরিবর্তে দলে জায়গা পাওয়া নাহুয়েল গুজম্যান পেয়েছেন এক নম্বর জার্সি। এছাড়া গত আসরে ৭ নম্বর জার্সি পরে খেলা মিডফিল্ডার অ্যাঙ্গেল ডি মারিয়া এবার খেলবেন ১১ নম্বর জার্সি পরে। তবে মজার বিষয় হচ্ছে ৯ নম্বর জার্সি নিয়ে চরম প্রতিদ্বন্দ্বিতা হয় গঞ্জালো হিগুয়াইন ও সার্জিও আগুয়েরোর মধ্যে। পরে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এই দু’জনের মধ্যে মজার এক কুস্তি খেলার আয়োজন করে। এ খেলায় আগুয়েরোকে হারিয়ে ৯ নম্বর জার্সি পান জুভেন্টাসের স্ট্রাইকার হিগুয়াইন। এবারের বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া। আগামী ১৮ই জুন আইসল্যান্ডের বিপক্ষে রাশিয়া বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার খেলোয়াড়দের জার্সি
গোলরক্ষক: নাহুয়েল গুজম্যান (১), উইলফ্রেডো কাবাইরো (২৩), ফ্রাঙ্কো আরমানি (১২)। ডিফেন্ডার: গ্যাব্রিয়েল মারকাদো (২), এডুয়ার্ডো সালভিও (১৮), নিকোলাস ওতামেন্দি (১৭), ফ্রেদেরিকো ফাজিও (৬), মার্কোস রোহো (১৬), নিকোলাস তাগলিয়াফিকো (৩), মার্কোস আকুইনা (৮), ক্রিস্টিয়ান আনসালদি (৪)। মিডফিল্ডার: ম্যানুয়েল লানজিনি (১৫), ম্যাক্সিমিলিয়ানো মেজা (১৩), লুকাস বিলিয়া (৫), এভার বানেগা (৭), জিওভানি লো সেলসো (২০), অ্যাঙ্গেল ডি মারিয়া (১১), হাভিয়ের মাশ্চেরানো (১৪)।
ফরোয়ার্ড: লিওনেল মেসি (১০), পাওলো দিবালা (২১), সার্জিও আগুয়েরো (১৯), গঞ্জালো হিগুয়াইন (৯), ক্রিস্টিয়ান পাভন (২২)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status