ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

বিশ্বকাপে স্ত্রীসঙ্গ পাবেন না জার্মান ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক

৩০ মে ২০১৮, বুধবার, ৯:২১ পূর্বাহ্ন

আর্জেন্টিনার পর রাশিয়ান সুন্দরীদের নিয়ে সতর্কতা জারি করেছে নাইজেরিয়ান ফুটবল ফেডারেশন। রুশ নারীদের কাছ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে নাইজেরিয়ান এফএ। ফুটবলার থেকে শুরু করে দেশ দু’টির সাংবাদিকদেরও সতর্ক করে দেয়া হয়েছে রাশিয়ান নারী থেকে। রাশিয়ান নারীদের কাছ থেকে ফুটবলারদের দূরে রাখার জন্য স্ত্রীকে পাশে রাখার অনুমতি দিয়েছে সংস্থাটি। এবার বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে নারী থেকে দূরে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। এমনকি তা যদি নিজের স্ত্রীও হয়। বিশ্বকাপ চলাকালীন জার্মান ফুটবলারদের রুমে তাদের স্ত্রী কিংবা বান্ধবী থাকতে পারবেন না। খেলা থেকে নিজেদের দৃষ্টিভঙ্গি যাতে নারীদের দিকে না যায়, সেদিকে গুরুত্ব দিয়ে জার্মান কোচ জোয়াকিম লো এমন নির্দেশনা দিয়েছেন, ‘বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের জন্য আমি যে কোনো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবো। ইভেন্ট চলার সময় দলের ফুটবলাররা স্ত্রী-সন্ত্তান কিংবা গার্লফ্রেন্ডের কাছে ঘেঁষতে পারবে না। আমি চাই না খেলোয়াড়দের কোনো ছাড় দিয়ে সমস্যায় পড়তে। শারীরিক কিংবা আত্মার চেয়ে দল বেশি গুরুত্বপূর্ণ।’ জার্মান কোচ আরও জানান, ‘ছেলেরা আমার এবং দলের আচরণগত নির্দেশিকা ভালোমতোই জানে। তারা আমাদের লক্ষ্য জানে, কাজ সম্পর্কেও জানে। সবকিছু ঠিক মতো না চললে কেউই বিশ্বচ্যাম্পিয়ন হতে পারবে না। সবাইকে দলে তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে। আত্মার চাহিদাকে অবশ্যই আটকে রাখতে হবে।’ তবে, জার্মানির খেলোয়াড়রা নিজেদের ঘরে স্ত্রী-সন্তান-বান্ধবীদের রাখতে না পারলেও তাদের অ্যালকোহল পানে আপত্তি করবেন না জোয়াকিম লো। জার্মান কোচ যোগ করেন, ‘ছেলেদের অ্যালকোহল পানে কোনো বাধা নেই। তবে, টুর্নামেন্ট চলার সময় হোটেল কিংবা লকার রুম থেকে কোনো ধরনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করতে পারবে না। যদি এমন কিছুর শক্ত প্রমাণ পাওয়া যায়, তবে দল থেকে বাদ পড়ার ঝুঁকি রয়েছে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status