বিশ্বজমিন

মাহাথির সরকারকে ‘টেম্পে’র সঙ্গে তুলনা করলেন আহমেদ জাহিদ

মানবজমিন ডেস্ক

২৮ মে ২০১৮, সোমবার, ১:০৪ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় ড. মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন পাকাতান সরকারের কড়া সমালোচনা করেছেন সাবেক উপপ্রধানমন্ত্রী ড. আহমেদ জাহিদ হামিদি। পাকাতান সরকারের ‘অসঙ্গত’ বক্তব্য বিবৃতির কারণে তিনি নতুন সরকারকে সয়াবিনে তৈরি মালয়েশিয়ার বিশেষ খাবার ‘টেম্পে’র সঙ্গে তুলনা করেছেন। বলেছেন, নির্বাচিত পাকাতান সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করছে না। নিজের দলের উমনো অনলাইনকে তিনি বলেছেন, উদাহরণ দিয়ে বলি। যখন তাদেরকে (পাকাতান হারাপান) বিজয়ী ঘোষণা করা হলো তারা বললেন জ্বালানির দাম কমে যাবে। কিন্তু বাস্তবতা হলো তা হয় নি। তারা আরো ঘোষণা দিয়েছিল যে, পণ্য ও সেবা খাতে ট্যাক্স বাতিল করবে। জিএসটি এখন শূন্য মাত্রায় দেখানো হলেও পণ্যমূল্যও কমে নি। ৯০টি পণ্যের দাম বেড়েছে। আহমেদ জাহিদ আরো বলেন, সরকার সকালে এক কথা বলে। বিকালে বলে অন্য কথা। এটা যেন ‘টেম্পে’। এতে সকালে দেয়া হচ্ছে বাদাম। আর বিকালে তা পরিণত হচ্ছে টেম্পেতে। আর আগামীকাল তা আঁঠালো চটচটে হয়ে উঠবে। তিনি সরকারকে আক্রমণ করে আরো বলেন, তারা বলছে দেশের ঋণের বোঝা এক লাখ কোটি রিঙ্গিত। প্রকৃত সত্য হলো তা ৬৮ হাজার ৬৮০ কোটি রিঙিত। তারা এটাকে বৈদেশিক ঋণ বলছে। কিন্তু প্রকৃতপক্ষে এই ঋণ আভ্যন্তরীণ। এর অর্থ হলো বৈদেশিক কোনো অর্থ নেই এতে। সদ্য ক্ষমতা হারানো উমনো দলের তথ্য বিষয়ক প্রধানদের শাখার ইফতার পার্টিতে রোববার এসব কথা বলেন আহমেদ জাহিদ। এ সময় তিনি আরো বলেন, ক্ষমতা হারানো সরকারকে নানাভাবে অভিযুক্ত করছে নতুন সরকার। তারা বলছে, সাবেক সরকার যুক্তরাষ্ট্রের ডলার ও জাপানের ইয়েনের মাধ্যমে ঋণ করেছে। কিন্তু ব্যাংক নেগারা মালয়েশিয়া প্রমাণ করেছে যে, ওই ঋণের মধ্যে শতকরা মাত্র দুই ভাগ হলো যুক্তরাষ্ট্রের ডলার এবং একভাগ ইয়েন। তার ভাষায়, আমাদের এই ঋণ রিঙিতে নেয়া।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status