বিনোদন

সার্ক চলচ্চিত্র উৎসবে চার বিভাগে পুরস্কার জিতল ‘হালদা’

স্টাফ রিপোর্টার

২৮ মে ২০১৮, সোমবার, ১১:৩৮ পূর্বাহ্ন

গত ২২শে মে থেকে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে শুরু হয়েছিল ‘৮ম সার্ক চলচ্চিত্র উৎসব ২০১৮’। গত রোববার সন্ধ্যায় পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে এই উৎসবের পর্দা নামে। আর এই চলচ্চিত্র উৎসবে বাজিমাত করেছে তৌকীর আহমেদের পরিচালনায় চলচ্চিত্র ‘হালদা’। ৮ম সার্ক চলচ্চিত্র উৎসবে শ্রীলঙ্কায় এ চলচ্চিত্রটি প্রতিযোগিতা বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ মোট চার বিভাগে পুরস্কার অর্জন করে বলে মানবজমিনকে জানান ছবির নির্মাতা তৌকীর আহমেদ। এ খবর জানানোর পাশাপাশি তিনি রোববার রাত ১১টার দিকে ‘হালদা’ চলচ্চিত্রের অফিসিয়াল ফেসবুক পেইজে তার এই চলচ্চিত্র পুরস্কার অর্জনের কথা সকলের উদ্দেশ্যে জানিয়ে দেন। শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ সম্পাদক, শ্রেষ্ঠ আবহ সংগীত বিভাগে চলচ্চিত্রটি পুরস্কার অর্জন করে। এদিকে এমন অর্জনে জনপ্রিয় অভিনেত্রী ও তৌকীর আহমেদের সহধর্মিণী বিপাশা হায়াত, অভিনেত্রী রুনা খান, নাদিয়া আহমেদ, অভিনেতা সিয়ামসহ অনেকেই তৌকীর আহমেদের ফেসবুকে পুরস্কারের ছবি দিয়ে তাকে অভিনন্দন জানান। ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, তিশা, ফজলুর রহমান বাবু, দিলারা জামান, রুনা খান, শাহেদ আলী প্রমুখ। ‘হালদা’ চলচ্চিত্রটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন তৌকীর আহমেদ নিজেই, সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। উল্লেখ্য, সার্কে এবারই প্রথম নয়, গত বছরে ৭ম সার্ক চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্য বিভাগে তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রটি পুরস্কার অর্জন করে। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ চলচ্চিত্রটি দেশের মানুষের কাছেও বেশ প্রশংসা পায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status