বাংলারজমিন

খাগড়াছড়িতে সেপটিক ট্যাংকে দুই শ্রমিকের মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি

২৮ মে ২০১৮, সোমবার, ১০:০৪ পূর্বাহ্ন

খাগড়াছড়ি শহরে মৎস্য প্রকল্পে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় অসুস্থ হয়ে পড়ে আরও এক শ্রমিক। রোববার শহরের স্বনির্ভর এলাকায় পার্বত্য চট্টগ্রাম মৎস চাষ উন্নয়ন ও সমপ্রসারণ প্রকল্পে এ ঘটনা ঘটে বলে খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নয়নময় ত্রিপুরা জানান। এরা হলেন, দীঘিনালা উপজেলার বেতছড়ি এলাকার রফিকুল ইসলাম ও রমজান আলী।
অসুস্থ সাইফুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সাইফুল বলেন, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সেফটিক ট্যাংকে কাজ করতে নামে রফিকুল। দীর্ঘ সময়ে তার কোনো সাড়া শব্দ না পেয়ে রমজানও ভেতরে নামে। “কিছুক্ষণ পরে তাদের পড়ে থাকতে দেখে অন্যরা ট্যাংকেরর পাশের দেয়াল ভেঙে তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ নয়নময় ত্রিপুরা বলেন, ‘ধারণা করা হচ্ছে অক্সিজেনের অভাবে ট্যাংকের বিষক্রিয়ায় দুই শ্রমিকের মৃত্যু ঘটতে পারে।’ এ ব্যাপারে প্রকল্প পরিচালক (উপসচিব) আ. রহমান বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। আমি জেলা পরিষদের মিটিংয়ে ছিলাম। খবর পেয়ে হাসপাতালে গিয়ে দুজনকে মৃত অবস্থায় দেখতে পাই।‘ শ্রমিকরা কাউকে কিছু না বলে সেফটিক ট্যাংকে কাজ করতে নেমে মারা গেছে বলে তিনি জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status