বাংলারজমিন

বালু উত্তোলনের ঘটনায় পাকুন্দিয়ায় যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

২৮ মে ২০১৮, সোমবার, ৯:৫৯ পূর্বাহ্ন

ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ বালু উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় পুলিশসহ অন্তত ১১ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করে পুলিশ। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পাকুন্দিয়া থানা ও উপজেলা পরিষদের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্র নদ থেকে ইজারার নামে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে প্রভাবশালী একটি মহল। এতে এলাকার জনগণের বাড়িঘরসহ ফসলি জমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে এলাকার জনমনে ক্ষোভ বিরাজ করছিল। গত ২৩ শে মে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক এখলাছ উদ্দিন এলাকার জনগণকে নিয়ে বালু উত্তোলনে বাধা দেয়। এতে বালু মহালের ইজারাদার বিল্লাল হোসেন এখলাছ উদ্দিনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ এনে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেন। এর প্রতিবাদে রোববার সকাল ১০টার দিকে উপজেলা ছাত্রলীগ একটি বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবরে স্মারকলিপি প্রদান করেন। এ সংবাদ পেয়ে পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল হক দেওয়ান ও যুগ্ম আহ্বায়ক রুবেল মিয়ার নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল বিক্ষোভকারী ছাত্রলীগের দলটির ওপর হামলা চালায়। এ ঘটনায় উভয় দলের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় পাকুন্দিয়া থানার ওসি আজহারুল ইসলাম সরকার, ওসি (তদন্ত) সারোয়ার জাহান, এসআই আসাদুজ্জামান, পুলিশ সদস্য হৃদয় খান, মামুন তালুকদার ও দিদারুল আলম আহত হন। এছাড়াও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক এখলাছ উদ্দিন, পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদুজ্জামান, পাকুন্দিয়া কলেজশাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরমিন, পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল হক দেওয়ান, যুবলীগ কর্মী ছিদ্দিক হোসেন ও জামাল আহত হন। এ সময় ঘটনাস্থল থেকে ইয়াছিন নামের এক যুবককে আটক করে পুলিশ।
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোহাম্মদ এখলাছ উদ্দিন বলেন, ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি প্রভাবশালী মহল। যার ফলে এলাকার জনগণের বাড়ি-ঘর, ফসলিজমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে এলাকার লোকজনকে সঙ্গে নিয়ে বালু উত্তোলনে বাধা দেই। এ কারণে আমার বিরুদ্ধে চাঁদা দাবি করেছি মর্মে জেলা প্রশাসকের বরাবরে একটি মিথ্যা অভিযোগ দায়ের করে। এর প্রতিবাদে রোববার উপজেলা ছাত্রলীগ একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এতে ক্ষিপ্ত হয়ে যুবলীগের আহ্বায়ক নাজমুল দেওয়ান ও যুগ্ম আহ্বায়ক রুবেল মিয়ার নেতৃত্বে ছাত্রলীগের মিছিলের উপর আক্রমণ করে। এতে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। আমি এর বিচার দাবি করছি। পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রুবেল মিয়া বলেন, এখলাছ উদ্দিনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগটি সম্পূর্ণ সত্য। এই সত্য ঘটনাটিকে চাপা দেয়ার জন্যই তার নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করেছে। তাই আমরা এ মিছিলে বাধা দিয়েছি।
পাকুন্দিয়া থানার ওসি আজহারুল ইসলাম সরকার পিপিএম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। পুনরায় যাতে সংঘর্ষের ঘটনা ঘটতে না পারে সেজন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status