বাংলারজমিন

ঈদের আগের ১০ ও পরের ৫ দিন খোঁড়াখুঁড়ি বন্ধ : কাদের

ফেনী প্রতিনিধি

২৮ মে ২০১৮, সোমবার, ৯:৫৬ পূর্বাহ্ন

ঈদের আগের দশ দিন ও ঈদের পরের পাঁচ দিন সড়ক-মহাসড়কে কোনো খোঁড়াখুঁড়ি করা যাবে না। এ সময় যানজট যাতে সৃষ্টি না হয় এ জন্য রাস্তার গুরুত্বপূর্ণ মেরামতের কাজও বন্ধ রাখতে হবে। রোববার দুপুরে ফেনী সার্কিট হাউজে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে যানজট নিরসনকল্পে করণীয় নির্ধারণ বিষয়ক সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।
ফিটনেসবিহীন গাড়ি ঈদের আগে মহাসড়কে যেন না চলে সে বিষয়ে মালিকদের নির্দেশ দিয়ে বলেন, টোল প্লাজায় টাকা ভাংতি দিতে গিয়ে দীর্ঘসূত্রতার কারণে যানজট সৃষ্টি হচ্ছে। টোল প্লাজা অতিক্রম করার সময় সকল পরিবহনের চালকদের সমপরিমাণ ভাংতি টাকা রাখতে বলেন। এ বিষয়টি সর্বসাধারণের সচেতনতার জন্য বিজ্ঞতি প্রকাশের জন্য বিআরটিকে নির্দেশও দেন মন্ত্রী। রাস্তায় রং সাইডে গাড়ি চালানো যানজটের অন্যতম কারণ উল্লেখ করে মন্ত্রী বলেন, যত প্রভাবশালীই হোক রং সাইডে গাড়ি চালনো যাবে না। যারা চালাবে তাদের জরিমানা করার জন্য পুলিশকে কঠোর নির্দেশ দেন। ফেনীর ফতেহপুর রেলওয়ে ওভারপাস সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, আগামী ৫ই জুন ওভারপাসের নিচের একটি লেন ও ১৫ই জুন আরেকটি লেন চালু করা হবে। তবে জুলাই মাসের শেষ সপ্তাহে ওভারপাসটি পূর্ণাঙ্গ চালু হয়ে যাবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মাদক অভিযান সম্পর্কে বলেছেন, মাদক পরিবহনও দেশদ্রোহিতার শামিল, কোনো পরিবহনের মাদক বহন করা যাবে না। মাদকের ব্যাপারে কেউ রাজনীতি করবেন না। মাদকের বিরুদ্ধে যেখানে কেউ কথা বলে না, সেখানে একমাত্র শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছেন। মাদক সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত চলমান অভিযান অব্যাহত থাকবে।
এসময় সাংবাদিকদের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, বন্দুকযুদ্ধে কোনো নিরীহ মানুষ মারা যাচ্ছে কিনা প্রমাণ দিন। আইনশৃঙ্খলা বাহিনী হয়রানি করলে অভিযোগ দিন, অবশ্যই ব্যবস্থা নেবো।
মতবিনিময় সভায় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা, সওজ এর প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির খোন্দকার, চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পরিচালক এডমিন জাফর আহাম্মদ, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি ড. মনিরুজ্জামান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সওজ চট্টগ্রাম আখতার হোসেন খান, ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়, কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, ফেনী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, পরিবহন মালিক-শ্রমিক ফেডারেশনের ঊর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status