দেশ বিদেশ

২০২০ সাল থেকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হবে তামাকের ক্ষতিকর বিষয়সমূহ: শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার

২৮ মে ২০১৮, সোমবার, ৯:৫১ পূর্বাহ্ন

২০২০ সাল থেকে তামাকের ক্ষতিকর বিষয়সমূহ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ইতিমধ্যে আগামী বছরের পাঠ্যসূচি চূড়ান্ত হয়ে গেছে। পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তের ফলে শিক্ষার্থীরা নিজে সচেতন হওয়ার পাশাপাশি তাদের পরিবারও তামাকের ক্ষতির বিষয়ে সচেতন হতে পারে। তিনি আরো বলেন, স্কুল-কলেজের আশেপাশে পাঁচশ’ মিটারের মধ্যে তামাকপণ্য বিক্রয় বন্ধের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। গতকাল সিরডাপ মিলনায়তনে ক্যাম্পেইন ফর টোব্যাকো-ফ্রি কিড্‌স-এর সহায়তায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স-আত্মা যৌথভাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশে প্রতিবছরের মতো এবারও ৩১শে মে উদযাপিত হতে যাচ্ছে বিশ্ব তামাকমুক্ত দিবস। এ উপলক্ষে ক্যাম্পেইন ফর টোব্যাকো-ফ্রি কিড্‌স-এর সহায়তায় প্রজ্ঞা ও আত্মা যৌথভাবে এই সভার আয়োজন করে। বিশ্ব তামাকমুক্ত দিবসের এ বছর প্রতিপাদ্য ‘তামাক ও হৃদরোগ’। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতিবছর সারা বিশ্বে ২০ লাখ মানুষ তামাক ব্যবহারের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। বাংলাদেশের হৃদরোগজনিত মৃত্যুর ৩০ শতাংশের জন্যই দায়ী ধূমপান তথা তামাক ব্যবহার, যা খুবই আশংকাজনক। বাংলাদেশে তামাকের উচ্চ ব্যবহার এই ঝুঁকির মাত্রা আরো বাড়িয়ে তুলেছে। হৃদরোগ মোকাবিলা তথা জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই। এই সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং করণীয় তুলে ধরেন অনুষ্ঠানে আগত বক্তারা। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক বলেন, দেশে হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে এবং সবচেয়ে আশংকার বিষয় হচ্ছে ইদানীং ত্রিশ থেকে চল্লিশ বছর বয়সীদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এর অন্যতম কারণ তামাক ব্যবহার। অনুষ্ঠানে ‘প্রজ্ঞা তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার-২০১৮’ এর বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। এবছরের পুরস্কার বিজয়ীরা হলেন, সেরা স্থানীয় পত্রিকা রিপোর্টে মোহাম্মদ সিরাজুল ইসলাম, চিফ রিপোর্টার, দৈনিক সিলেটের ডাক, সিলেট; সেরা জাতীয় প্রিন্ট/অনলাইন মিডিয়া বিভাগে দৌলত আক্তার মালা, স্পেশাল করেস্‌পন্ডেন্ট, দি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস এবং আবুল কাসেম, সিনিয়র রিপোর্টার, দৈনিক কালের কণ্ঠ এবং সেরা টিভি রিপোর্টে এসএম আতিক, সিনিয়র করেস্‌পন্ডেন্ট, এনটিভি। এছাড়াও জুরি বোর্ডের মনোনয়নে বিশেষ সম্মাননা পেয়েছেন গোলাম মর্তুজা জুয়েল, চিফ রিপোর্টার, দৈনিক কীর্তনখোলা, বরিশাল (বর্তমানে দৈনিক আজকের পরিবর্তন, বরিশাল এ কর্মরত)। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল-এর, কো-অর্ডিনেটর মো. খায়রুল আলম শেখ, সভাপতি, নাটাবের মোজাফফর হোসেন পল্টু, প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status