দেশ বিদেশ

নেতাদের ওপর হামলা ও গ্রেপ্তারে ছাত্রদলের নিন্দা

স্টাফ রিপোর্টার

২৮ মে ২০১৮, সোমবার, ৯:৫১ পূর্বাহ্ন

ঢাকা ও হবিগঞ্জে ছাত্রদল নেতাদের গ্রেপ্তার এবং পিরোজপুরে ছাত্রদল নেতার ওপর হামলায় নিন্দা জানিয়েছে সংগঠনটি। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এক বিবৃতিতে এ নিন্দা জানান। বিবৃতিতে তারা বলেন, পবিত্র রমজান মাসেও পুরো জাতি আজ আওয়ামী সন্ত্রাসে আতঙ্কিত। একটি মুসলিম দেশের আইনশৃঙ্খলা বাহিনী কি করে রমজানের পবিত্র মাসে কাউকে গ্রেপ্তার করতে পারে- এটাই দেশবাসীর বোধগম্য হচ্ছে না। কিন্তু অবৈধ সরকার তাদের অনৈতিক কর্মকাণ্ডে পেটোয়া লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হচ্ছে প্রশাসন। তারা বলেন, সকল ক্ষেত্রে ব্যর্থ হয়ে দিশাহারা সরকার পবিত্র মাসে ছাত্রদল নেতাদের গ্রেপ্তার প্রমাণ করে তারা কোনোমতেই গণতন্ত্রে বিশ্বাসী নয়। অবৈধ সরকার আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে জনগণের মনে আতঙ্ক, ভয়, এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায়। বিবৃতিতে বলা হয়, শনিবার সন্ধ্যায় নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের ইফতার মাহফিল থেকে ফেরার পথে নয়াপল্টন থেকে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক হামবে রাব্বী আকরাম, ছাত্রদল নেতা সম্রাট, আবদুল জলিল, সোহেল, আরমান এবং হবিগঞ্জে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান শাওনকে বিনা কারণে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে। অন্যদিকে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল নেতা রিফাত গাজীর ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে ছাত্রলীগ। আমরা অবিলম্বে গ্রেপ্তারকৃত ছাত্রনেতাদের মুক্তি ও হামলার ঘটনায় দায়ীদের শাস্তির দাবি জানাচ্ছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status