খেলা

রেকর্ড গড়ে রিয়াল ছাড়ার ইঙ্গিত রোনালদোর

স্পোর্টস ডেস্ক

২৮ মে ২০১৮, সোমবার, ৯:৪৮ পূর্বাহ্ন

রিয়াল মাদ্রিদ ছেড়ে দেয়ার ইঙ্গিত দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। শনিবার ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল শেষে বেইন স্পোর্টসকে ৩৩ বছর বয়সী রোনালদো বলেন, ভবিষ্যতে আমি সেই ভক্তদের পাশেই থাকবো যারা সব সময় আমার সুখে-দুঃখে পাশে থাকবে। তবে ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে আমি এখন ভাবতে চাই না। এখন আমি জাতীয় দল নিয়ে ভাবতে চাই। পরের বিষয় পরে দেখা যাবে। চ্যাম্পিয়ন্স লীগের আগের দুই ফাইনালে গোল পেলেও এবার গোলশূন্য ছিলেন রোনালদো। এবারের মৌসুমের শেষটা দারুণ হলেও রোনালদোর শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। গোলখরায় ভুগে নিজ দলের সমর্থকদের কাছ থেকেও দুয়ো শুনতে হয়েছে তাকে। এবারের ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে সর্বোচ্চ ১৫ গোল করে দলকে এনে দিয়েছেন শিরোপা। কিন্তু রিয়াল ভক্তদের শুরুর দিকের আচরণ যে ভালোভাবেই মনে রেখেছেন রোনালদো সেটির ইঙ্গিত মিললো এবার। রোনালদোর ইঙ্গিত গুরুত্বের সঙ্গে নিয়েছেন টানা তিনবার চ্যাম্পিয়ন্স লীগ জয়ী রিয়াল অধিনায়ক সার্জিও রামোসও। রামোস বলেন, ওর (রোনালদো) মনে কিছু চলছে, যেটা আমরা কেউই জানি না। ওকেই বিষয়টা পরিষ্কার করতে হবে। রোনালদো আমাদের মূল খেলোয়াড়। তার জানা উচিত এখানকার (রিয়াল) চেয়ে আর কোনো ভালো দল সে পাবেও না। ২০০৯-এ ৮০ মিলিয়ন পাউন্ড ট্রান্সফারে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন রোনালদো। রিয়ালের জার্সি গায়ে এ পর্যন্ত ২৯২ ম্যাচে ৩১১ গোল করেছেন এ পর্তুগিজ সুপারস্টার। মাদ্রিদিস্তাদের হয়ে দুটি স্প্যানিশ লা লিগা, চারটি ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, দুটি কোপা দেল রে, দুটি স্প্যানিশ সুপার কাপ, দুটি ইউয়েফা সুপার কাপ ও তিনটি ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতেন রোনালদো।
এবারের ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। তবুও চ্যাম্পিয়ন্স লীগে ব্যক্তিগত এক রেকর্ড গড়লেন এ পর্তুগিজ সুপারস্টার। ইতিহাসের  প্রথম ফুটবলার হিসেবে পাঁচ বার ব্যালন ডি’অর ও পাঁচটি চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জিতলেন ৩৩ বছর বয়সী এ ফরোয়ার্ড। টুর্নামেন্টের আধুনিক এ সংস্করণে প্রথম দল হিসেবে টানা তিন আসরে চ্যাম্পিয়ন হওয়ার অনন্য কীর্তি গড়লো কোচ জিনেদিন জিদানের দল। ক্যারিয়ারে এ নিয়ে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা উঁচিয়ে ধরলেন রোনালদো। এর মধ্যে ২০০৮-এ প্রথম ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জেতেন তিনি। এরপরের চারটি শিরোপা জেতেন রিয়াল মাদ্রিদের হয়ে। যোগ্য দল হিসেবেই লিভারপুলকে হারিয়ে শিরোপা জিতেছেন রিয়াল, এমনটাই মনে করেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ বিষয়ে তিনি বলেন, আমরা এটার (চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা) খোঁজেই ছিলাম। জানতাম, এটা পাওয়া কঠিন হবে কিন্তু আমরা এটা জয়ের যোগ্য। ফাইনাল সব সময় জটিল কিন্তু আমরা শিরোপার দাবিদার ছিলাম। আমরা ইতিহাস গড়েই শিরোপা জিতেছি। এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ ম্যাচে ৪৪ গোল করেছেন রোনালদো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status