বিশ্বজমিন

মাহাথিরকে নোবেল পুরস্কার দেয়ার তদবির

মানবজমিন ডেস্ক

২৮ মে ২০১৮, সোমবার, ৯:৩৩ পূর্বাহ্ন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়ার দাবিতে জোর তদবির শুরু হয়েছে। এরই মধ্যে তাকে এ মনোনয়নের জন্য বিবেচনা করতে অনলাইনে পিটিশন বা আবেদন করা হয়েছে শনিবার ২৬শে মে। ওই পিটিশন দেয়ার পর তাতে স্বাক্ষর করেছেন ২৬ হাজারের বেশি মানুষ। এ খবর দিয়েছে অনলাইন স্টার। এতে আরো বলা হয়েছে, চেঞ্জ ডট ওআরজি নামের একটি অনলাইনে এমন পিটিশন করা হয়েছে। তাতে মাহাথির মোহাম্মদকে তুলনা করা হয়েছে বর্ণবাদবিরোধী বিপ্লবী নেলসন ম্যান্ডেলার সঙ্গে। পিটিশনটি সম্পর্কে বর্ণনা দিয়েছেন আলেক্সান্দ্রিয়া আবিশেগাম। তিনি বলেছেন, তারা চান ৯২ বছর বয়সে নতুন করে রাজনীতিতে ফেরার যে ইচ্ছা তাকে স্বীকৃতি দিতে ড. মাহাথিরকে মনোনয়ন দেয়া উচিত। তিনি জাতি রক্ষার জন্য বিরোধী রাজনীতিকের সঙ্গে হাতে হাত মিলিয়েছেন। তাছাড়া ড. মাহাথির তার ভুলত্রুটি স্বীকার করে নিয়েছেন প্রকাশ্যে। ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। এমনটা করতে
পারেন সত্যিকার মহৎ ব্যক্তিরা। তিনি এমন একজন নেতা, যিনি অনুকরণযোগ্য। ওই পিটিশনে পাকাতান হারাপান জোট চেয়ারম্যানের কাছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের কথা তুলে ধরা হয়। সুনির্দিষ্ট করে বলা হয়, নতুন প্রশাসন পূর্ববর্তী নাজিব রাজাক প্রশাসনের বিরুদ্ধে প্রতিশোধমূলক কোনো ব্যবস্থা নেয় নি। ১৯৫৭ সালে বৃটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে মালয়েশিয়া। সেখানে প্রথমবারের মতো এ বছর ক্ষমতা হস্তান্তর হলো। এর ফলে সেখানে গণতান্ত্রিক অধিকার সমুন্নত হলো বলে উল্লেখ করা হয়। উল্লেখ্য, মালয়েশিয়ায় পাকাতান হারাপান ক্ষমতায় আসার পর এ নিয়ে চারবার চেঞ্চ ডট ওআরজি’তে এমন পিটিশন করা হলো। প্রথম পিটিশন করা হয় ১৯শে মে। তাতে নতুন শিক্ষামন্ত্রী নিয়োগ নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়। একই সময়ে দ্বিতীয় আরেকটি পিটিশন করা হয়। তাতে শিক্ষামন্ত্রী পদে ড. মাজলি মালিককে সমর্থন দেয়া হয়। ২১শে মে তৃতীয় পিটিশনে মালয়েশিয়ায় বিতর্কিত ধর্মীয় নেতা জাকির নায়েককে নিষিদ্ধ করার আহ্বান জানানো হয় স্বরাষ্ট্রমন্ত্রী মুহদ্দিন ইয়াসিনকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status