বাংলারজমিন

কাদিপুরে শিশু শিক্ষার্থীর ওপর নির্মম হামলা

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

২৮ মে ২০১৮, সোমবার, ৯:১৮ পূর্বাহ্ন

কুলাউড়ায় ১২ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে নির্মমভাবে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার কাদিপুর ইউনিয়নের আমতৈল গ্রামের কামাল মিয়া গংরা শিশু শিক্ষার্থী শহিদুল ইসলাম শহিদকে (১২) বেধড়ক মারধর করে। গত পাঁচ দিন থেকে শিশু শহিদ হাসপাতালের বেডে কাতরাচ্ছে। এ ঘটনায় শহিদের পিতা বদরুল ইসলাম বাদী হয়ে কুলাউড়া থানায় একটি অভিযোগ দেন। কিন্তু ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো অভিযোগটি আমলে নেয়নি পুলিশ। অন্যদিকে স্থানীয় ইউপি সদস্য মো. হিরা মিয়া বিষয়টি সমাধান করে দিচ্ছেন বলে আশ্বাস দিলেও বিষয়টির সুরাহা হয়নি। জানা যায়, হোসেনপুর গ্রামের বদরুল ইসলামের ছেলে শহিদ স্কুল বন্ধ থাকায় ২৩শে মে দুপুরে কামাল মিয়ার বাড়ির সামনে কবরস্থানের পাশের জমির মাটি কাটা গর্তে মাছ ধরতে যায়। এ সময় কামাল মিয়ার ছেলে কামরুল (১৭) ও স্ত্রী বানেছা এসে তাকে বাধা দেন। তাদের বাধা না মেনে মাছ ধরার কারণে শিশু শহিদকে মারধর শুরু করেন তারা। দেশীয় অস্ত্রের আঘাতে শহিদের কপালের অনেক জায়গা কেটে দেবে যায়। একপর্যায়ে কামাল মিয়া এসেও শহিদকে আবারো মারধর করেন। উপর্যুপরি মারধরের কারণে শহিদের কপাল ছাড়াও কোমড়, বাম-হাত ও পিঠের অনেক স্থানে জখম হয়। এ সময় অদূরে একটি জমিতে হালচাষ করছিলেন শহিদের চাচা।
 বিষয়টি তিনি দেখতে পেয়ে দৌড়ে এসে তাকে উদ্ধার করে বাড়িতে খবর দেন। স্বজনরা এসে শহিদকে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status