বাংলারজমিন

মেহেরপুর জেলা বিএনপির ৭ দিনের কর্মসূচি

মেহেরপুর প্রতিনিধি

২৮ মে ২০১৮, সোমবার, ৮:৪০ পূর্বাহ্ন

বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্রের শক্তি এই স্লোগানে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৩৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ৭ দিন ব্যাপী কর্মসূচি পালনের ঘোষণা করা হয়েছে। গত শনিবার রাতে মেহেরপুর পৌর ঈদগাহ পাড়াস্থ জেলা বিএনপির কার্যালয়ে থেকে কর্মসূচি ঘোষণা করেন জেলা বিএনপির সদস্য জাকির হোসেন। এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ওমর ফারুক লিটন, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, বিএনপি নেতা মুজিবুল হক খান চৌধুরী হেলাল, অ্যাডভোকেট মখলেছুর রহমান স্বপন ও আবদুল হামিদ খান গাজুসহ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। এর আগে সন্ধ্যায় ইফতার অনুষ্ঠানে মেহেরপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি আল-আমিন হোসেন ও সাধারণ সম্পাদক রফিকুল আলমসহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখনে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব ও মেহেরপুর জেলা বিএনপির সদস্য, পিস এম্বাসেডর জাকির হোসেন। এই সময় তিনি জানান, বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। মানুষের যান মাল ও জীবনের নিরাপত্তা নেই। বাংলাদেশ গণতন্ত্র ও ভোটের অধিকার নেই। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিক নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় পরিকল্পিত সাজা দিয়ে কারাবন্দি করে রাখা হয়েছে। শারীরিকভাবে চরম অসুস্থ হওয়ার পরেও তাকে সুচিকিৎসা দিচ্ছে না। এটি মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে তুলনা করে অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করেন পিস অ্যাম্বাসেডর জাকির হোসেন।

 অনুষ্ঠানে ঘোষিত কর্মসূচিগুলো হলো- ২৮শে মে বিকাল ৪টায় মোনাখালী, দারিয়াপুর, বাগোয়ান ও মহাজনপুর ইউনিয়নের সমন্বয়ে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল। ৩০শে মে বুড়িপোতা, কুতুবপুর ও মেহেরপুর পৌর বিএনপির নেতৃবৃন্দের সমন্বয়ে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল। ৩১শে মে পিরোজপুর ইউনিয়ন আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল। ১লা জুন  আমঝুপি ইউনিয়ন আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল। ২রা জুন আমদহ ইউনিয়নে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল। ৩রা জুন এতিমদের সমন্বয়ে ইফতার মাহফিল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status