বিশ্বজমিন

আইএসআইয়ের সাবেক প্রধানকে তলব সেনাবাহিনীর

মানবজমিন ডেস্ক

২৭ মে ২০১৮, রবিবার, ৮:৫৩ পূর্বাহ্ন

ভারতের সাবেক গোয়েন্দা প্রধান এএস দোলাতের সঙ্গে একটি বই লিখেছেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সাবেক প্রধান আসাদ দুরানি। এ জন্য তাকে তলব করেছে দেশটির শক্তিধর সেনাবাহিনী। অভিযোগ করা হয়েছে, এ কাজের মাধ্যমে সেনাবাহিনীর আচরণবিধি লঙ্ঘন করেছেন আসাদ দুরানি। উল্লেখ্য, ১৯৯০ সালের আগস্ট থেকে ১৯৯২ সালের মার্চ পর্যন্ত পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) আসাদ দুরানি। তিনি এএস দোলাতের সঙ্গে লিখেছেন বই ‘দ্য স্পাই ক্রোনিক্যালস: র, আইএসআই অ্যান্ড দ্য ইলিউশন অব পিস’। গত বুধবার বইটি প্রকাশ করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়, আসাদ দুরানিকে সেনাবাহিনীর সদর দপ্তরে আগামী ২৮শে মে হাজির হতে একটি বিবৃতি দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। তাকে ব্যাখ্যা করতে হবে কোন্‌ দৃষ্টিভঙ্গিতে তিনি ওই বইয়ে ‘স্পাই ক্রনিকলস’ লিখেছেন। বুধবার রাতে সেনাবাহিনীর পক্ষ থেকে দেয়া ওই বিবৃতিতে আরো বলা হয়, সেনাবাহিনীতে চাকরি করেন অথবা অবসরে গিয়েছেন এমন সব সামরিক ব্যক্তির জন্য আচরণবিধি প্রযোজ্য। বুধবারই ওই বইয়ের ভেতরে কি আছে তা নিয়ে জরুরিভিত্তিতে সরকারের জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠক আহ্বান করেন পাকিস্তানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এর পরেই আসাদ দুরানিকে সমন পাঠিয়েছে সেনাবাহিনী। বইটির লেখকদ্বয়কে পাকিস্তান সিনেটের সাবেক চেয়ারম্যান রাজা রাব্বানি এমন গোয়েন্দা প্রধান হিসেবে আখ্যায়িত করেছেন, যারা রাষ্ট্রের জন্য প্রতিপক্ষ। এ জন্য তিনি তাদের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, যদি কোনো রাজনীতিক একই কাজ করতেন তাহলে তাকে রাষ্ট্রদ্রোহী আখ্যায়িত করা হতো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status