অনলাইন

শিক্ষক নিয়োগ পরীক্ষা

ইমো ও ফেসবুকের মাধ্যমে উত্তর সরবরাহ, ৬ জন গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি

২৬ মে ২০১৮, শনিবার, ৮:৫০ পূর্বাহ্ন

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোবাইলের মাধ্যমে প্রশ্ন ফাঁস করে ইমো ও ফেসবুকের মাধ্যমে উত্তর সংগ্রহ করার দায়ে ঝিনাইদহে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে পরীক্ষার্থী সুরাইয়া, পিকুল হোসেন, শিক্ষক ফারুক হোসেন ও ভুয়া পরিদর্শক রফিক আহম্মেদ, শাহিন আলম ও আলী রেজা। আজ শনিবার বিকালে ঝিনাইদহ শহরের দিশারী ইন্সটিটিউট ও পিটিআই কেন্দ্র থেকে এদের চিহ্নিত করে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজন পরীক্ষাথী ও বাকী চারজন ইমো ও ফেসবুকের মাধ্যমে উত্তর সরবরাহকারী রয়েছেন বলে জানা গেছে।
ঝিনাইদহের জেলা প্রশাসক সেরাজ কুমার নাথ খবরের সত্যতা নিশ্চত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইনের ৯ ধারায় মামলা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার এসআই আবুল কাসেম জানান, আজ প্রাইমারির শিক্ষক নিয়োগ পরীক্ষায় হামদহ পাওয়ার হাউস পাড়ার দিশারী ইসলামী ইন্সটিটিউটে কেন্দ্র ছিল। সেখানে রেজিষ্টার ফারুকের সহায়তায় পরীক্ষার্থী সুরাইয়াকে তিনজন ভুয়া পরিদর্শক রফিক আহম্মেদ, শাহিন আলম ও আলী রেজা ও তথ্য প্রযুক্তির মাধ্যমে বাইরে থেকে উত্তর সরবরাহ করছিল। খবর পেয়ে প্রশাসনের লোকজন তাদের গ্রেপ্তার করে। এছাড়া পিটিআই কেন্দ্র থেকে পিকুল নামে এক যুবককে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের অভিযোগে গ্রেপ্তার করা হয়।


   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status