খেলা

দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের ১৬৬ রানের লিড

স্পোর্টস ডেস্ক

২৬ মে ২০১৮, শনিবার, ২:৩৪ পূর্বাহ্ন

বোলারদের নৈপুণ্যে লর্ডস টেস্টের প্রথম দিন পুরোটাই নিজেদের করে নিয়েছিল পাকিস্তান। দ্বিতীয় দিনে ইংলিশ বোলারদের হতাশা উপহার দিয়েছেন সফরকারী দলের ব্যাটসম্যানরা। গতকাল প্রথম ইনিংসে ইংল্যান্ডের চেয়ে ১৬৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। আগের দিন ইংল্যান্ডকে ১৮৪ রানে গুটিয়ে দেয় পাকিস্তান। নিজেরা ব্যাট করতে নেমে ১ উইকেটে ৫০ রানে প্রথম দিনের খেলা শেষ করে। এ রান নিয়ে শুক্রবার দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে দলটি। দিন শেষে ৮ উইকেটে ৩৫০ রান জমা করেছে সরফরাজ আহমেদের দল। এদিন পাকিস্তানের হয়ে আজহার আলি, আসাদ শফিক, বাবর আজম ও শাদাব খান করেছেন ফিফটি। হারিস সোহেল ও ফাহিম আশরাফ খেলেছেন দুটি ত্রিশোর্ধ ইনিংস। আজহার আলি ও হারিস সোহেল আগের দিনের সঙ্গে আরো ৩৭ রান যোগ করেন। পরে সোহেলকে ৩৯ রানে ফিরিয়ে জুটি ভাঙেন মার্ক উড। এরপর নিজের ২৮তম টেস্ট ফিফটি তুলে নিয়ে অ্যান্ডারসনের বলে আউট হন আজহার। তৃতীয় উইকেটে আসাদ শফিক ও বাবর আজম ৮৪ রান যোগ করেন। বেন স্টোকসের বলে ফেরার আগে ৫৯ রানের ইনিংস খেলেন শফিক। ক্যারিয়ারে এটি তার ২০তম টেস্ট ফিফটি। বাবর আজম রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন ৬৮ রান করে। তার আগে অধিনায়ক সরফরাজ ৯ রান করে আউট হন। সপ্তম উইকেটে ফাহিম আশরাফ ও শাদাব খান মিলে ৭২ রান যোগ করেন। ফাহিমকে ৩৭ রানে ফিরিয়ে জুটি ভাঙেন জেমস অ্যান্ডারসন। ১৪ রানের ব্যবধানে বেন স্টোকসের বলে ফিরেন শাদাব। তবে তার আগে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। এরপর মোহাম্মদ আমির ১৯ ও মোহাম্মদ আব্বাস ০ রান নিয়ে দিনের খেলা শেষ করেন। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন ও বেন স্টোকস।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status